
পুরুলিয়া: নিজের বাড়িতে ডেকে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। শুধু তাই নয়, তাকে কুপ্রস্তাব দেওয়া ও শারীরিক নিগ্রহেরও অভিযোগ উঠেছিল অধ্যাপকের বিরুদ্ধে। সেই ঘটনায় এক অধ্যাপককে দোষী সাব্যস্ত করল পুরুলিয়া জেলা আদালত। তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত।
জানা গিয়েছে, পুরুলিয়ার একটি মহিলা কলেজের পার্ট-টাইম অধ্যাপক অভিযুক্ত। তিনি নিজের বাড়িতে টিউশন ক্লাস করান। গত বছরের (২০২৪) ৫ সেপ্টেম্বর বাড়িতে দ্বিতীয়বর্ষের এক ছাত্রীকে টিউশন পড়াচ্ছিলেন তিনি। অভিযোগ, তখনই অভিযুক্ত অধ্যাপক বছর সতেরোর ওই নাবালিকা ছাত্রীকে কুপ্রস্তাব দেন। সে রাজি না হলে তার উপর যৌন নিগ্রহ করেন ওই অধ্যাপক বলে অভিযোগ। পরে ওই পড়ুয়া বাড়ি ফিরে নিজের মা-কে সবটা জানায়। এরপর পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে অধ্যাপককে গ্রেফতার করা হয়। পক্সো কেসে মামলা রুজু হয়।
আজ সেই মামলায় পুরুলিয়া জেলা আদালতে স্পেশাল সেকেন্ড কোর্টের বিচারক দোষীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানা করেন।
পাশাপাশি সরকারি ভাবে নির্যাতিতা ওই নাবালিকাকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের দেওয়ার নির্দেশ দেন। সরকারি আইনজীবী শুক্লা ঘোষাল বলেন, “কলেজের একজন অধ্যাপক ছাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। এরপরই বিচারক সাজা দেন।”