Purulia: কোটি টাকার ‘তছরুপ’, মৃত আমানতকারীর দেহ ফেলে বিক্ষোভ পোস্টমাস্টারের বাড়িতে!

Purulia: গ্রামের বাসিন্দা আমানতকারী মুরুলি মণ্ডল পারিযায়ী শ্রমিক। ঝাড়খণ্ডের রাঁচিতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। রাতে দেহ নিয়ে গ্রামবাসীরা পলাতক পোস্টমাস্টারের বাড়িতে যান।

Purulia: কোটি টাকার তছরুপ, মৃত আমানতকারীর দেহ ফেলে বিক্ষোভ পোস্টমাস্টারের বাড়িতে!
পোস্টমাস্টারের বাড়িতে দেহ রেখে বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 12, 2025 | 3:37 PM

পুরুলিয়া: পোস্টমাস্টারের বাড়িতে মৃত আমানতকারীর দেহ রেখে গ্রামবাসীদের বিক্ষোভ।  ঝালদা থানার ঝালদা -দরদা গ্রাম পঞ্চায়েতের পাটঝালদা গ্রামে পোস্ট অফিসে কোটি টাকার তছরুপের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা। সোমবার রাতে ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃত আমানতকারীর দেহ নিয়ে বিক্ষোভে সামিল হন।
অভিযোগ, পাটঝালদা গ্রামের গ্রামীণ ডাকঘরের পোস্টমাস্টার সৌম ভট্টাচার্য প্রতারণা করে আমানতকারীদের টাকা নিয়ে চম্পট দেন। তারপর থেকেই বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত পোস্টমাস্টার।

গ্রামের বাসিন্দা আমানতকারী মুরুলি মণ্ডল পারিযায়ী শ্রমিক। ঝাড়খণ্ডের রাঁচিতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। রাতে দেহ নিয়ে গ্রামবাসীরা পলাতক পোস্টমাস্টারের বাড়িতে যান। সেখানেই দেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিবারের দাবি, মৃতের অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা রয়েছে। সৎকারের খরচের জন্য পোস্ট মাস্টারের কাকার কাছে টাকা চাইতে গেলে তিনি অস্বীকার করেন।

ঘটনাস্থলে ঝালদা থানার পুলিশ এসে সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেই গ্রামবাসীরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য যোগেশ্বর রুহিদাস জানান, কয়েক বছর আগে গ্রামের বহু মানুষ গ্রামের গ্রামীণ ডাকঘরে টাকা জমা রেখেছিলেন। অভিযোগ, পোস্টমাস্টার সৌম ভট্টাচার্য সেই কয়েক কোটি টাকা তছরুপ করে পলাতক হন। তখন তাঁর কাকা তীর্থঙ্কর ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন ধীরে ধীরে টাকা ফেরত দেবেন। কিন্তু পরবর্তীতে তিনি তা অস্বীকার করেন।

এদিকে পোস্ট মাস্টারের কাকা তীর্থঙ্কর ভট্টাচার্যের বক্তব্য, “আমি পোস্টমাস্টারের কাকা হলেও অপরাধ আমার নয়। বিষয়টি বিচারাধীন, আর আমার কাছেও এখন এক টাকাও নেই।”

গ্রামবাসীদের আরও অভিযোগ, স্থানীয় থানা ও জেলার পোস্টাল সুপারের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। অভিযুক্ত সৌম ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়।