পুরুলিয়া: কলেজের শিক্ষক ও শিক্ষা কর্মীদের গাড়ি চাপা দেওয়ার হুমকির অভিযোগ উঠল রঘুনাথপুর বিধানসভার তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। এই মর্মে প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ির বিরুদ্ধে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন নিতুড়িয়া থানা অন্তর্গত সরবড়ি পঞ্চকোট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও দুই শিক্ষক।
কলেজের অধ্যক্ষের অভিযোগ, গত মঙ্গলবার দুপুরে প্রাক্তন বিধায়ক কলেজে গিয়ে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের গাড়ি চাপা দেওয়ার হুমকি দেন। গালিগালাজও করেন। এতে শিক্ষকেরা নিরাপত্তার অভাব বোধ করছেন বলে দাবি অধ্যক্ষের। ঘটনাটি তিনি পুলিশ সুপারকে জানিয়েছেন। কলেজের পরিচালন সমিতির সদস্য ও প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র অবশ্য অভিযোগ মানেননি।
সূত্রের খবর, পূর্ণ চন্দ্রের স্ত্রী তথা জেলা পরিষদের সদস্য সন্তোষী দত্তকে ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে নিয়োগের দাবিকে ঘিরে সমস্যার সূত্রপাত। রাজ্যের উচ্চশিক্ষা দফতর কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে পরিচালন সমিতির সভাপতি হিসেবে সন্তোষী দত্তকে নিয়োগের নির্দেশ দেন। যদিও অধ্যক্ষের দাবি চিঠিতে সন্তোষী দত্তের নাম থাকলেও তার ঠিকানা হিসেবে কলেজের নাম উল্লেখ রয়েছে তাই সভাপতি নিয়োগ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথেরিয়া জানান, ঘটনাটা কী ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে তবে শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা কাম্য নয়।