Purulia: দুর্নীতির অভিযোগ করায় দলেরই চার কাউন্সিলরকে শোকজ

তপন হালদার | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 26, 2025 | 7:32 PM

Purulia: এই ঘটনার পর রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এই চার পৌর প্রতিনিধিকে শোকজ্ করেছেন, তাঁর অভিযোগ তৃণমূলের চার পৌর প্রতিনিধি দল বিরোধী কাজ করছেন এবং ভিত্তিহীন মন্তব্য করেছেন তাই তাদেরকে দশ দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।

Purulia: দুর্নীতির অভিযোগ করায়  দলেরই চার কাউন্সিলরকে শোকজ
কাউন্সিলরকে শোকজ
Image Credit source: TV9 Bangla

Follow Us

পুরুলিয়া: তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভায় তৃণমূলের পৌর প্রতিনিধিদের সঙ্গে পৌরপ্রধানের তীব্র সংঘাত। চার পৌর প্রতিনিধিকে শোকজ করল শহর তৃণমূল কংগ্রেস। পৌরসভার চার পৌর প্রতিনিধি মৃত্যুঞ্জয় প্রামাণিক, প্রণব দেবঘড়িয়া, মালবিকা সাঁই, সুশান্তশেখর ঘোষ পৌর প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পৌরমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তাঁদের অভিযোগ পৌর প্রধান সহ পৌরসভার নির্বাহী আধিকারিক পৌরসভার টেন্ডার সহ একাধিক কাজে দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে।

এ বিষয়ে বারবার দলকে জানানো হয়েছে দল কোন পদক্ষেপ গ্রহণ না করায় পৌরমন্ত্রীকে পৌরসভার বিভিন্ন দুর্নীতি নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন।
যদিও পৌরপ্রধানের দাবি এই চার জন পৌর প্রতিনিধি ভিত্তিহীন অভিযোগ করছেন, তাঁরা  রঘুনাথপুরের উন্নয়নের বিরোধিতা করেছেন, পৌরসভার কোন কাজে তাঁরা সহযোগিতা করেন না, নিয়ম মেনে সাধারণ সভায় পৌর প্রতিনিধিদের মতামত নিয়ে সব কাজ করেছি, তাঁরা দল বিরোধী কাজ করায় বিষয়টি দলকে জানিয়েছেন।

এই ঘটনার পর রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এই চার পৌর প্রতিনিধিকে শোকজ্ করেছেন, তাঁর অভিযোগ তৃণমূলের চার পৌর প্রতিনিধি দল বিরোধী কাজ করছেন এবং ভিত্তিহীন মন্তব্য করেছেন তাই তাদেরকে দশ দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।

তৃণমূলের জেলা সভাপতি বলেন ওই চার জন কাউন্সিলার দল বিরোধী বক্তব্য রাখার জন্য তাঁদের শোকোজ করা হয়েছে। যদি কোথাও কোনও সমস্যা থেকে থাকে সেগুলি জানানোর জায়গা আছে, কিন্তু প্রকাশ্যে কালিমালিপ্ত করা ঠিক নয়।