Purulia: ১২ কাঠা জমি অজিত মাহাতোর কাছ থেকে দীর্ঘ মামলার পর ফিরে পেল জমির মালিক

Purulia: বিশাল বাহিনী নিয়ে জেলা আদালতের নাজিরের উপস্থিতিতে জেসিবি দিয়ে দখল করা জমি উদ্ধার করে। পুরুলিয়া জেলার কুড়মি সমাজের এই জমির ওপর একটি অফিস রয়েছে। ফলে সকাল থেকেই অফিস চত্বরে কর্মীদের ভিড়।

Purulia: ১২ কাঠা জমি অজিত মাহাতোর কাছ থেকে দীর্ঘ মামলার পর ফিরে পেল জমির মালিক
জমি পুনরুদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 21, 2025 | 12:15 PM

পুরুলিয়া: আদালতের নির্দেশে দখল করা জমি উদ্ধার হল পুরুলিয়ায়। পুরুলিয়া শহরে বি টি সরকার রোডের ওপরে ১২কাঠা জমির ওপর দীর্ঘদিন ধরেই মামলা চলছিল জমির মালিক দূর্গা গড়াই ও প্রফুল্ল মাহাতোর সঙ্গে। এই জায়গায় দীর্ঘদিন ধরে একটি গ্যারাজ চলছিল। ভাড়াটিয়ার সঙ্গে মামলা যায় প্রায় ৩৩বছর মামলা চলার পর সেই মামলায় কলকাতা হাইকোর্টের নিদেশ দেয়। সেই নির্দেশ কার্যকর করে জেলা আদালত।

বিশাল বাহিনী নিয়ে জেলা আদালতের নাজিরের উপস্থিতিতে জেসিবি দিয়ে দখল করা জমি উদ্ধার করে। পুরুলিয়া জেলার কুড়মি সমাজের এই জমির ওপর একটি অফিস রয়েছে। ফলে সকাল থেকেই অফিস চত্বরে কর্মীদের ভিড়। যদিও কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো বলেন, “সম্পূর্ণ কোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে। আমরা আদালতের দারস্ত হব।”

জমির দখলকারি দুর্গা গড়াই বলেন, “আইনের জন্য দখলদারিদের কাছ থেকে আমি জমিটা ফিরে পেলাম। ”

জমির দখলদারি অজিত মাহাতো বলেন, “আমি কিছুই প্রথমে বলিনি। চুপ থাকি। আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করি। উকিলরাই প্রশ্ন করেছে। ডেমোলিসের অর্ডারে কোথাও কিছু লেখা নেই। আমরা আবার আবেদন করেছি।”