
পুরুলিয়া: সুইসা রেল লাইনের তিনটি দেহ উদ্ধারের ঘটনায় ২জনকে গ্রেফতার করল পুরুলিয়া রেল পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বাগমুন্ডি থানা এলাকায়। ধৃতদের নাম বাবু জান মোমিন ও বিজয় মাছুযার। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রেমের সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বাবু জান মোমিমের বাড়ি বাগমুন্ডি থানার চড়া গ্রামে।
পুলিশ জানতে পেরেছে, মৃত কাজলের শ্বশুরবাড়ি জিলিং গ্রামে তার একটি ইটভাটা রয়েছে। সেই ইটভাটায় শ্রমিকের কাজ করতেন কাজল ও রাধা। সেখানেই তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বাবু জান মোমিনের। ইটভাটার মালিক। একই ভাবে রাধা মাছোয়ারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিজয়ের।
রবিবার বিকালে বাড়ি থেকে মোবাইল সারানোর জন্য কাজল, রাধা ও কাজলের মেয়ে রাখি মাছোয়ার বের হন। সুইসা বাজারে তাঁরা দেখা করেন, সেখান থেকেই লাইনের ধার দিয়ে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে তাঁদের মধ্যে ঝামেলা হয়। মদ্যপ অবস্থায় থাকা বাবু ও বিজয় তাঁদের খুন করেন বলে অভিযোগ। দেহ সেখান থেকেই জঙ্গলঘেরা জায়গায় রেল লাইনের ওপরে রেখে দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানতে পেরেছে, মূলত বাবু ও বিজয়ের টার্গেট ছিল কাজল ও রাধাই। কিন্তু প্রমাণ লোপাটের জন্য রাখিকেই খুন করে তারা।
মঙ্গলবার রাজ্য পুলিশের একাধিক অধিকারিককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় এসআরপি (খড়গপুর বিভাগ) দেবশ্রী সান্যাল। মৃতদের বাড়িতেও গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। জানার চেষ্টা করে পরিবারের পক্ষ থেকে কাউকে সন্দেহ করছে কিনা? ঘটনাস্থল থেকে বেশ কিছু ক্লু পান রেল পুলিশের আধিকারিকরা। তারপরেই রাতে এই ২অভিযুক্তকে গ্রেফতার করা হয়।