পুরুলিয়া: একজন নয়, দিনের পর দিন একের পর ছাত্রীর শ্লীলতহানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত থানায় অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনা পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার একটি স্কুলে। বেশ কয়েকদিন ধরেই লাগাতার অভিযোগ উঠছিল ওই শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভ বাড়ে অভিভাবকদের মধ্যে। শুক্রবার স্কুলে গিয়ে বিক্ষোভও দেখান অনেকে।
উত্তেজনার খবর পেয়ে এলাকায় যায় নিতুড়িয়া থানার পুলিশ। সন্ধ্যায় দায়ের হয় লিখিত অভিযোগ। তারপরেই রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে। পকসো আইনে মামলাও হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক। শনিবার তাঁকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি করছেন অভিভাবকেরা।
ঘটনায় এক অভিভাবক বলেন, “হেড স্যারের বিরুদ্ধে অনেক অভিযোগ মেয়েরা আগে থেকেই জানাতো। বাথরুম গেলে মেয়েদের পিছন পিছন যেতেন। কোমরে খারাপভাবে হাত দিতেন। মেয়েদের তো বউ, ডার্লিং বলেও ডাকতো। প্রচুর মেয়ে এই অভিযোগ জানিয়েছে। দিন চারেক আগে ফের এক মেয়ের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তারপরই থানায় অভিযোগ হয়।”