AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kumbh Mela: প্রকৃতির ডাকে বাস থেকে নামতেই ভয়াবহ কাণ্ড, কুম্ভে যাওয়ার আগেই গ্রামে ফিরছে বাংলার তিন পুণ্যার্থীর নিথর দেহ

Kumbh Mela: ৯ তারিখ পুরুলিয়ার টামনা থানা এলাকার চাকলতোড় মোড় থেকে পুণ্যার্থীদের নিয়ে একটি রিজার্ভ বাস রওনা দেয় প্রয়াগরাজের কুম্ভমেলার উদ্দেশ্যে। কিন্তু, কে জানতো পথেই তাঁদের জন্য ওত পেতে বসে আছে এত বড় বিপদ।

Kumbh Mela: প্রকৃতির ডাকে বাস থেকে নামতেই ভয়াবহ কাণ্ড, কুম্ভে যাওয়ার আগেই গ্রামে ফিরছে বাংলার তিন পুণ্যার্থীর নিথর দেহ
শোকের ছায়া গোটা গ্রামে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 11, 2025 | 3:05 PM
Share

পুরুলিয়া: বিশ্বাসীরা বলছেন ১৪৪ পর এসেছে এই পুণ্য যোগ। তাতেই দেশ তো বটেই, বাংলার নানা প্রান্ত থেকে কুম্ভে যাওয়ার হিড়িক চলছেই। ট্রেন থেকে বাস, রোজই কুম্ভস্নানের উদ্দেশ্যে প্রয়াগরাজে পাড়ি দিচ্ছেন হাজার হাজার পুণ্যার্থী। এদিকে কিছুদিন আগেই আবার কুম্ভের পদপিষ্টের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। মেলার সামগ্রিক পরিচালনা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। সেবারও বাংলার বেশ কিছু পুণ্যার্থী জখম যেমন হয়েছিলেন, তেমনই প্রাণও গিয়েছিল অনেকের। তবে উৎসাহে ভাটা পড়েনি। এবার সেই কুম্ভে যাওয়ার পথেই ভয়াবহ পখ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। 

সূত্রের খবর, ৯ তারিখ পুরুলিয়ার টামনা থানা এলাকার চাকলতোড় মোড় থেকে পুণ্যার্থীদের নিয়ে একটি রিজার্ভ বাস রওনা দেয় প্রয়াগরাজের কুম্ভমেলার উদ্দেশ্যে। কিন্তু, কে জানতো পথেই তাঁদের জন্য ওত পেতে বসে আছে এত বড় বিপদ। ওই বাসেই গোপলাডি গ্রামের ১৩ জন বাসিন্দা ছিলেন বলে খবর। এদিন ভোরবেলায় প্রয়াগরাজের উতারামপুর থানা এলাকার ভগবতি পেট্রল পাম্পের কাছে বাসটি দাঁড়ায়। সূত্রের খবর, শৌচকর্ম করার জন্য কয়েকজন বাস থেকে নেমেছিলেন। হাতি ছিল বালতি। ওই অবস্থাতেই তাঁদের একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। 

ঘটনাস্থালেই মৃত্যু হয় গোপলাডি গ্রামের তিনজনের। মৃত্যু হয়েছে কুন্তী মাহাতো(৬৮), আল্পনা মাহাতো(৪৭) ও জাগুঁড়ি মাহাতোর(৪৯)। এর মধ্যে কুন্তী ও আল্পনা সম্পর্কে শাশুড়ি ও বৌমা বলে জানা যাচ্ছে। খবর গ্রামে পৌঁছাতেই গোটা এলাকাতেই শোকের ছায়া। কান্নার রোল সর্বত্রই।