Purulia Child Death: বাংলায় ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু, এবারও বলি ৩ বছরের শিশু

Purulia Child Death: আজ সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কেন্দা থানার অন্তর্গত পানিপাথর অঞ্চলের দরডি গ্রামে। সেখানে মাটির দেওয়াল ভেঙে গুরুতর আহত হয় এক চারবছরের নাবালক ও তিন বছরের নাবালিকা। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তিন বছরের নিত্যা সহিসকে।

Purulia Child Death: বাংলায় ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু, এবারও বলি ৩ বছরের শিশু
পুরুলিয়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 2:53 PM

পুরুলিয়া: ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু শিশুর। এবারের ঘটনাস্থল পুরুলিয়া। শনিবার মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু হয় তিন শিশুর। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে আবারও মৃত্যুর খবর। প্রবল বর্ষণের জেরে মাটির দেওয়াল ধসে মৃত্যু তিন বছরের শিশুকন্যার। আহত চারজন।

আজ সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কেন্দা থানার অন্তর্গত পানিপাথর অঞ্চলের দরডি গ্রামে। সেখানে মাটির দেওয়াল ভেঙে গুরুতর আহত হয় এক চারবছরের নাবালক ও তিন বছরের নাবালিকা। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তিন বছরের নিত্যা সহিসকে।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত্রি থেকে ক্রমাগত বৃষ্টির কারণে সুদর্শন সহিস নামে এক ব্যাক্তির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। এতে তাঁর ছেলে ও মেয়ে ছাড়া আরও তিন পরিবারের সদস্য আহত হন। তাদের চিকিৎসা চলছে পুরুলিয়া মেডিক্যাল কলেজে। মৃতের ঠাকুমা বলেন, “হঠাৎ করে ঘরটা পড়ে গেল। ওরা খাবার খাচ্ছিল বারান্দায় বসে। সেই সময় কোলের বাচ্চাটা চাপা পড়ে যায়। টেনে টেনে বের করল মাটির ভিতর থেকে। হাসপাতালে ভর্তি সব।”

এ দিকে, শিশু মৃত্যুর জেরে এখানেও উঠে আসছে আবাস যোজনা নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। পরিবারের আরও এক সদস্য বলেন, “কাঁচা ঘর ছিল। তাই ভেঙে পড়েছে। আমরা তো আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আশ্বাস দিয়েছিল ঘর দেবে। এখনও পাইনি। যদি পাকা বাড়ি থাকত দেওয়াল কী পড়ত?”