Purulia Death: দাউদাউ করে জ্বলছিল খড়ের গাদা, আগুন নেভানোর পর সেখানে এলাকাবসী যা দেখলেন গায়ে কাঁটা দিল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ হঠাৎই খড়ের গাদায় আগুন লেগে যায়। সেই সময়ই ঝলসে যায় দুই শিশু। আগুন জ্বলছে দেখে নেভাতে আসেন এলাকাবাসী। তারপরই খড়ের গাদার ভিতর থেকে গুরুতর অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন তাঁরা। নিয়ে আসা হয় বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে।

পুরুলিয়া: অত্যন্ত মর্মান্তিক ঘটনা পুরুলিয়ায়। অগ্নিকাণ্ডে জেরে পুড়ে মৃত্যু হল দুই শিশুর। দুজনেরই আনুমানিক বয়স সাড়ে তিন বছরের কাছাকাছি। শোকের ছায়া পুরুলিয়ার বলরামপুর ব্লকের কদমডি গ্রামে। স্থানীয় সূত্রে খবর,কোনও ভাবে খড়ের গাদায় আগুন লেগে গিয়েছিল। আর তা থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ হঠাৎই খড়ের গাদায় আগুন লেগে যায়। সেই সময়ই ঝলসে যায় দুই শিশু। আগুন জ্বলছে দেখে নেভাতে আসেন এলাকাবাসী। তারপরই খড়ের গাদার ভিতর থেকে গুরুতর অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন তাঁরা। নিয়ে আসা হয় বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই দুই শিশুর নাম সালেমান হেমব্রম ও আকাশ বেসরা। এ দিকে, মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
গ্রামবাসী ভরত হেমব্রম বলেন, “আমরা শুধু দেখি খড়ের গাদায় আগুন লেগেছে। জল দিয়ে আগুন নেভাতে চাইছিলাম। সেই সময় শুনতে পাই একটা বাচ্চা আছে ওইখানে। ছুটে সেখানে যাই। গিয়ে দেখি ওইখানেই মারা গেছে।” অপরদিকে আরও এক গ্রামবাসী মাশরাম মুর্মু বলেন,”খড়ের গাদায় আগুন লাগে। তা দেখে আমরা ছুটে যাই। মেশিন দিয়ে জল ঢালতে থাকি। আগুন নিভলে ভিতরে দেখতে পাই দুটো বাচ্চাকে। দুজনই মারা গিয়েছে। এরপর পুলিশ আসে। কিন্তু আগুন লাগল কীভাবে লাগল বলতে পারব না।”
