Jhalda Councillor Death: ‘বাবার মতোই দশা হবে তোর’… বিস্ফোরক অভিযোগ ঝালদার নিহত কাউন্সিলরের ছেলের

Jhalda Councillor Death: তপন কান্দুর স্ত্রী দেবের মা পূর্ণিমা কান্দুর দাবি, তাঁর স্বামীর খুনের ঘটনায় ভীমও যুক্ত। নরেন কান্দুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেও দাবি পূর্ণিমার।

Jhalda Councillor Death: বাবার মতোই দশা হবে তোর... বিস্ফোরক অভিযোগ ঝালদার নিহত কাউন্সিলরের ছেলের
তপন কান্দুর ছেলে দেব কান্দু। নিজস্ব চিত্র

| Edited By: সায়নী জোয়ারদার

Apr 24, 2022 | 3:43 PM

পুরুলিয়া: ঝালদার নিহত কাউন্সিলর তপন কান্দুর ছেলেকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঝালদা থানায় অভিযোগ দায়ের করলেন তপন কান্দুর ছেলে দেব কান্দু। অভিযোগ, শনিবার বাজারে যাওয়ার পথে তাঁর পথ আটকায় প্রতিবেশী ভীম তিওয়ারি। তিনিই দেবকে খুনের হুমকি দেন। বাবার মতো ছেলের পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। তপন কান্দুর স্ত্রী দেবের মা পূর্ণিমা কান্দুর দাবি, তাঁর স্বামীর খুনের ঘটনায় ভীমও যুক্ত। নরেন কান্দুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেও দাবি পূর্ণিমার। যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই ভীম হুমকির বিষয়টি অস্বীকার করেছেন। দেব কান্দুর কথায়, “আমি বাজার থেকে ফেরার পথে ভীম আমাকে আটকায়। আজে বাজে কথা বলে, হুমকি দেয় মেরে ফেলার। বলছে বাবার মতো পরিণতি হবে। আমার এখন ভয় করছে। বাবার সঙ্গে এরকম হল। এখন বাবার দোষীরা আমাকেও গালিগালাজ করছে, হুমকি দিচ্ছে। আমি পুলিশকেও সবটা জানিয়েছি।”

যদিও পাল্টা ভীম তিওয়ারি বলেন, “এই অভিযোগ একেবারেই মিথ্যা। ও যেখানে এই ঘটনা হয়েছে বলছে, সেখানে ৫ হাজার লোক থাকে। কী করে এটা সম্ভব হবে? যে কেউ যে কারও নামে মিথ্যা অভিযোগ করতেই পারে। আসলে আমার উপর মানসিক চাপ সৃষ্টির চেষ্টা করছে।” একইসঙ্গে ভীমের দাবি, শনিবার সকাল সাড়ে ৯টা ১০টা নাগাদ তিনি পুরুলিয়া শহরের দিকে বেরিয়ে যান। তাঁর এক বন্ধুর সেমিনার ছিল। সেখানেই গিয়েছিলেন তিনি। ছেলের জন্মদিনের জন্য পোশাকও কেনেন। বিকেল ৪টের পর বাড়ি ফেরেন। নিহত কাউন্সিলরের পরিবারের অভিযোগ একেবারেই মিথ্যা বলে দাবি করেন তিনি। উল্টে ভীম তিওয়ারির অভিযোগ, “কিছুদিন আগে ওরা এসেছিল। আমার স্ত্রীকে গালিগালাজ করে। আমরা কিছুই বলিনি।” এ প্রসঙ্গে পূর্ণিমা কান্দু বলেন, “আমার হত্যাকাণ্ডে যারা যুক্ত তার মধ্যে এই ভীম তিওয়ারিও রয়েছে। এখন আমার ছেলেকে হুমকি দিচ্ছে মেরে ফেলার। আমার স্বামীকে মারল, এবার আমাদেরও মারতে চাইছে। তাতেই বোধহয় ওদের শান্তি হবে। থানায় জানিয়েছি।”

ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তপন কান্দু। গত মাসেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ওঠে। উদ্ধার করে রাঁচির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। বিরোধী দলের কাউন্সিলরের এই মৃত্যু ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। প্রথম থেকেই নিহতের পরিবারের অভিযোগ ছিল পুলিশের ভূমিকা নিয়ে। সিবিআই তদন্তের দাবি তোলে তারা। কলকাতা হাইকোর্ট সে নির্দেশও দিয়েছে। ইতিমধ্যেই একাধিকবার ঝালদা থানার আইসিকে তলব করেছে তদন্তকারীরা।

আরও পড়ুন: CPIM Protest: কিশোরীর রহস্যমৃত্যু, বামেদের থানা ঘেরাও কর্মসূচি ঘিরে তুলকালাম রাইপুরে