e Tamluk: তমলুক পৌরসভার চেয়ারম্যানের নিয়োগ নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টে - Bengali News | Questions raised in Calcutta High Court over appointment of Tamluk Municipality Chairman | TV9 Bangla News

Tamluk: তমলুক পৌরসভার চেয়ারম্যানের নিয়োগ নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টে

Tamluk Municipality: তার ভিত্তিতে তমলুক পুরসভার বর্তমান চেয়ারম্যান নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়া নিয়োগ নিয়ে আপত্তি। চেয়ারম্যান পদে আসীন হয়েছেন সেই নির্বাচন সঠিক নিয়ম মাফিক করতে হবে আগামী এক মাসের মধ্যে।

Tamluk: তমলুক পৌরসভার চেয়ারম্যানের নিয়োগ নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টে
তমলুক পৌরসভার চেয়ারম্যানImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 23, 2025 | 7:57 PM

পূর্ব মেদিনীপুর:  শুভেন্দুর জেলায় আবারও অস্বস্তিতে পূর্ব মেদিনীপুরের শাসকদল তৃণমূল! তমলুক পৌরসভার চেয়ারম্যান নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিজেপি কাউন্সিলরদের দায়ের করা মামলার ভিত্তিতে এই পর্যবেক্ষণ আদালতের। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আদালতে গেরুয়া শিবির। পাশাপাশি বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতিও এই অভিযোগ তুলে মামলা করে আদালতে।

তার ভিত্তিতে তমলুক পুরসভার বর্তমান চেয়ারম্যান নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়া নিয়োগ নিয়ে আপত্তি। চেয়ারম্যান পদে আসীন হয়েছেন সেই নির্বাচন সঠিক নিয়ম মাফিক করতে হবে আগামী এক মাসের মধ্যে। চেয়ারম্যান নিয়োগ নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। এমনি নির্দেশ বিচারপতি রাজা বসু চৌধুরীর। জোড়া মামলায় পর্যবেক্ষণ করতে গিয়ে আদালতে এদিন এমনি নির্দেশ দেন বিচারপতি।

১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতি বলেন, “আমরা এখনও অর্ডার কপি হাতে পাইনি। চেয়ারম্যান অবৈধভাবে বসেছিলেন। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ৩০ দিনের মধ্যে ভোট ঘোষণা করে, ভোট করাতে হবে। সেটা নিশ্চিত করাবেন SDO, জেলাশাসক। যেভাবে মিটিং ডাকতে হয়, যা যা করতে হয়, কাউন্সিলর কিছুই করেননি।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভার চঞ্চল খাঁড়া বলেন, “আদালতের নির্দেশ মেনে নিতে হবে। শুনেছি এক মাসের মধ্যে নির্বাচন করার জন্য রায় দিয়েছে। দল যেভাবে নির্দেশ দেবে, সেভাবে কাজ করব। দলের নির্দেশ অনুযায়ী চেয়ারে বসেছি, দলের নির্দেশ অনুযায়ী যা যা বলবে করব।”