Weather Update Today: বৃষ্টি নয়, ভিজতে হবে ঘামে! এবার ভ্যাপসা গরমে ‘জ্বরে’ পড়বে কলকাতা
Weather Update Today: হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ই মে থেকে লাফিয়ে লাফিয়ে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দিন হোক বা রাত, মানবে না কোনও বাধাই। ৪০-৪১ ডিগ্রি পৌঁছে যাবে পশ্চিমাঞ্চলের পারদ।

কলকাতা: গলা শুকিয়ে হবে কাঠ। শহর তথা দক্ষিণবঙ্গে বাড়বে দাবদাহ। সপ্তাহের প্রথম দিনে ‘অ্যালার্ট’ করে দিল হাওয়া অফিস। এতদিন পর্যন্ত বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা সহ্যের মধ্যে থাকলেও, তা এবার অতীত। ইতিমধ্যেই হালকা আঁচে তাপ বাড়াতে শুরু করেছে সূর্য। কিছুদিনের মধ্যে পরিবেশ যে আরও তপ্ত হবে, এবার সেই আভাসটাই দিয়ে দিল আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ই মে থেকে লাফিয়ে লাফিয়ে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দিন হোক বা রাত, মানবে না কোনও বাধাই। ৪০-৪১ ডিগ্রি পৌঁছে যাবে পশ্চিমাঞ্চলের পারদ। উপকূলের তাপমাত্রা ছুঁয়ে ফেলবে ৩৮ ডিগ্রির গন্ডি। ভ্যাপসা গরম তৈরি হবে শহর কলকাতায়। অন্যদিকে, লু বইতে পারে বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার মতো অঞ্চলগুলিতে।
তবে এতটা অস্বস্তি তৈরি হওয়ার আগে রাজ্যকে এক প্রস্থ ভিজিয়ে যেতে পারে স্বস্তির বৃষ্টি, অনুমান আবহাওয়াবিদদের। জানা গিয়েছে, সোম থেকে বুধের মধ্যে দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। ইতিমধ্যে সেখানে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে। ঘন্টা ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। প্রভাব পড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ারে।





