Satabdi Roy On Anubrata Mondal: ফিজিক্যালি নেই, কিন্তু আজও বীরভূমে দল চলছে অনুব্রতর মতেই, দাবি শতাব্দীর

Satabdi Roy On Anubrata Mondal: "কেষ্ট দাকে ছাড়া কেউ চালাচ্ছেন না। কেষ্টদাকে তো আর কেউ ভুলে যাননি। হয়তো তিনি ফিজিক্যালি নেই, কিন্তু তাঁর মতামত নিয়েই চলছে দল।"

Satabdi Roy On Anubrata Mondal: ফিজিক্যালি নেই, কিন্তু আজও বীরভূমে দল চলছে অনুব্রতর মতেই, দাবি শতাব্দীর
অনুব্রত মণ্ডল, শতাব্দী রায় ফাইল ছবি

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 14, 2022 | 4:24 PM

বোলপুর: অনুব্রত মণ্ডল হয়তো এই মুহূর্তে বীরভূমে নেই। কিন্তু তাঁর মতামত নিয়েই বীরভূম জেলা চলছে। এমনই মন্তব্য করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের। নিজের সংসদীয় এলাকাতে এসেই সাংবাদিকদের মুখোমুখি হন শতাব্দী। সেখানে এক জন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, অনুব্রত মণ্ডল তো জেলে, তাঁর অবর্তমানে জেলার সংগঠনের হাল কেমন? সে প্রশ্নের উত্তরে শতাব্দী বলেন, “চলছে যেরকমভাবে চলার, সেরকমই চলছে। কোথাও কোনও অসুবিধা নেই।” তিনি আরও বলেন, “যেরকম ভাবে চলার, সেরকমভাবেই চলছে। কেষ্ট দাকে সঙ্গে রেখেই সবাই চালাচ্ছে। কেষ্ট দাকে ছাড়া কেউ চালাচ্ছেন না। কেষ্টদাকে তো আর কেউ ভুলে যাননি। হয়তো তিনি ফিজিক্যালি নেই, কিন্তু তাঁর মতামত নিয়েই চলছে দল।”

অনুব্রত আপাতত সিবিআই হেফাজতে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির গ্রেফতারির পর জেলায় বড় সভা করেছিলেন শতাব্দী রায়। সেসময়ে অনুব্রতর পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। কিছু দিন আগে অবশ্য আরও একটি উল্লেখ্যযোগ্য বিষয় মাথাচাড়া দিয়ে ওঠে। গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে নাকি সাক্ষী দিয়েছেন শতাব্দী রায়। সূত্রের খবক, সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে, অনুব্রতর বিরুদ্ধে ৯৫ জন সাক্ষী দিয়েছেন। তার মধ্যে ৪৬ নম্বরে নাম রয়েছে শতাব্দীর।

যদিও শতাব্দী অবশ্য দাবি করেছেন, দলের জেলা সভাপতির বিরুদ্ধে কোনও সাক্ষী দেননি। এমনকি বোলপুরে সাংবাদিকদের মুখে এই প্রশ্ন শুনেও তিনি বলেছেন, তাঁর এসব শুনতে মজা লাগছে।

এই পরিস্থিতিতে আবারও বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শতাব্দী। তিনি দাবি করলেন, অনুব্রত সশরীরে না থাকলেও বীরভূম এখনও তাঁর কথাতেই পরিচালিত হচ্ছে। সিবিআই হেফাজতে থেকেও তিনি কীভাবে জেলার সংগঠন সামলাচ্ছেন, সেটাই প্রশ্ন।