Shankar Ghosh: সিপিএমের মতো হিন্দু বিদ্রুপকারী রাজনৈতিক সংগঠন ভারতে নেই: শঙ্কর ঘোষ
"হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে"
“হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে”, এই মর্মে রামনবমী, রাম, ভারতীয় সনাতন সংস্কৃতি মিলেমিশে একাকার হওয়া দরকার, এমনটাই মত বিজেপি নেতা শঙ্কর ঘোষের। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর রামের অস্তিত্ব নিয়ে করা মন্তব্যকে পুরোদস্তুর সমালোচনা করে শঙ্কর ঘোষ বলেন,”সিপিএমের মতো হিন্দু বিদ্রুপকারী রাজনৈতিক সংগঠন আমাদের দেশে নেই।” সুজন বাবুর উদ্দেশ্যে আর কী বার্তা দিলেন শঙ্কর ঘোষ? দেখুন ভিডিয়ো