‘ফুটবল মাঠে স্কোরবোর্ড শূন্য, ভোটের ময়দানে এবারেও গোল দেব’, প্রচারে নেমে আত্মপ্রত্যয়ী অশোক
এদিন, শিলিগুড়ির বিদায়ী বিধায়ক বলেন, ‘ছোটবেলায় ফুটবল খেলতাম। এখন আর অভ্যেস নেই। বয়সও হয়েছে।’
শিলিগুড়ি: নির্বাচনের দামামা বেজে গিয়েছে। জোর কদমে প্রচারেও নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। শনিবার সকালে, ভোট প্রচারে বেরিয়ে শিলিগুড়ির বিদায়ী বিধায়ক ও সিপিএম (CPM) প্রার্থী অশোক ভট্টাচার্য সোজা চলে যান কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে।
সেখানে অনুশীলনরত খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমে পড়েন বর্ষীয়ান নেতা। মাঠে বল বসিয়ে গোল দেওয়ার চেষ্টাও করেন অশোক। কিন্তু, বল গোলপোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। সব মিলিয়ে তিনটি শট মারেন অশোক। যদিও গোল হয়নি।
এদিন, শিলিগুড়ির (Siliguri) বিদায়ী বিধায়ক বলেন, ‘ছোটবেলায় ফুটবল খেলতাম। এখন আর অভ্যেস নেই। বয়সও হয়েছে।’
শিলিগুড়িতে অশোকের বিপরীতে বিজেপির (BJP) তরফে দাঁড়িয়েছেন একদা তাঁরই ‘ছায়াসঙ্গী’ শঙ্কর ঘোষ। অন্যদিকে, তৃণমূলের (TMC) হয়ে প্রচারে নেমেছেন ওমপ্রকাশ মিশ্র। যদিও, দুই প্রতিপক্ষকে নিয়ে ভাবতে বিন্দুমাত্র রাজী নন। আত্মপ্রত্যয়ের সুরে এদিন তিনি বলেন, ‘ফুটবল মাঠে আমার স্কোরবোর্ড শূন্য। কিন্তু ভোটের ময়দানে গোল আমিই দেব।’
আরও পড়ুন: বাংলা আর বিজেপি মেলে না, মানুষ সঠিক বিকল্পই বেছে নেবেন: কানহাইয়া কুমার