
মুর্শিদাবাদ: দিনের দিন শুরু কাজ। মঙ্গলে পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিমের মুর্শিদাবাদের হিংসা নিয়ে কড়া বার্তা পর, দিন পেরতেই গঠন হয় সিট বা বিশেষ তদন্তকারী দলের। তিন জন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টর-সহ মোট ন’জন নিয়ে গঠিত হয় এই সিট। এবার বুধবার হয়ে গেল সেই সিটেরই প্রথম বৈঠক।
এদিন সন্ধ্যা নাগাদ সামশেরগঞ্জ থানায় হল সিটের প্রথম বৈঠক। রাজ্য আইবির এক অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বেই আয়োজন হয়েছিল এই বৈঠকের। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও সিআইডির শীর্ষ আধিকারিকরা। এছাড়াও, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিআইজি ও আইজি পদমর্যাদার শীর্ষ কর্তারাও।
সূত্রের খবর, মুর্শিদাবাদে দিন কতক ধরে চলা অশান্তির বিরুদ্ধে তদন্ত কোন পথে এগোবে, পরিস্থিতি কোথায় কোথায় এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, এমনকি কোন এলাকা বিশেষ ভাবে ক্ষতিগ্রস্থ? এই সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে সিটের প্রথম বৈঠকে। রাজ্য়ের গোয়েন্দা বিভাগের দিকে যে বারংবার যে আগাম অশান্তির খবর পৌঁছে দিতে না পারার অভিযোগ উঠেছে, সেই নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। কোথায় ব্যর্থতা, কেনই বা পুলিশের কাছে অশান্তি পাকানোর যে চেষ্টা চলছে, তা নিয়ে আগাম কোনও খবর এল না? সেই বিষয়েও নজর রাখা হয়েছে এই বৈঠকের মধ্যে দিয়ে। একই সঙ্গে সিটের তদন্তকারী সদস্যরা হিংসা-বিধ্বস্ত এলাকা ঘুরে একটি রিপোর্ট তৈরি করবেন বলেও আলোচনা হয় বৈঠকে।
যদিও সেই রিপোর্ট ইতিমধ্য়েই জেলা পুলিশ ও এই কাণ্ডে আগে থেকে যুক্ত থাকা রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা তৈরি করে ফেলেছেন। যা আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।