‘ক্ষমতায় এলে পুলিসকে সম্মান দেব’, আচমকাই ‘ব্যতিক্রমী সুর’ দিলীপের গলায়
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দিলীপের বক্তব্য তাৎপর্যপূর্ণ।
দক্ষিণ ২৪ পরগনা: ক্ষমতায় এলে পুলিসকে সম্মান দেব। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)বললেন এই কথা। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এ যেন ভূতের মুখে রাম নাম।
এর আগে বিভিন্ন সভা থেকে দিলীপ ঘোষকে পুলিসকে হুমকি, হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানার ইন্দিরা ময়দান থেকে দিলীপ ঘোষ যখন এই কথাগুলি বলছিলেন, তখন বিস্ময় ছিল তাঁর অনুগামীদের চোখেমুখেও। দিলীপ পুলিসের উদ্দেশে বলেন, ” আপনাদের অশোকস্তম্ভ, উর্দিকে সম্মান দেব। কারণ, আমরা মনে করি পুলিসের হাতে ক্ষমতা না থাকলে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। দুষ্কৃতীকে দমন করেই সোনর বাংলা গড়ে তুলব।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দিলীপের বক্তব্য তাৎপর্যপূর্ণ। কারণ, গত দু’দিন আগেও পুলিসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। বলেন, ‘আমি জানি দিদির দলের লোকেরা পুলিসকে কাজ করতে দিচ্ছে না। পুলিসেরও নিরাপত্তা নেই। এ রাজ্যে পুলিসের কোন সম্মান নেই। কিন্তু আমরা এলে পুলিস মাথা উচুঁ করে কাজ করতে পারবে।”
আরও পড়ুন: উৎসবের আবহেই মধ্যরাতে শহরে ফের আগুন!
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিহার, উত্তরপ্রদেশের উদাহরণ দেন তিনি। বলেন. “বিহার, উত্তরপ্রদেশে পুলিস সব দুষ্কৃতীদের শায়েস্তা করে দিয়েছে।” যিনি আগেরদিন পর্যন্ত কড়া ভাষা পুলিস প্রশাসনকে বিঁধেছেন, তাঁর মুখে এমন কথা শুনে অবাক রাজনৈতিক বিশ্লেষকরাও।