South 24 Parganas: দু’বেলা খেতে দেওয়া নিয়ে সমস্যা, মেরে মায়ের মুখ ফাটিয়ে দিল ছেলে!

South 24 Parganas: আক্রান্ত বৃদ্ধার নাম বিমলা দে। বিমলার অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর বড় ছেলে স্বপন দে ও বৌমা তাঁর উপর অত্যাচার চালিয়ে আসছেন। ছেলে তাঁকে ঠিকমতন খেতেও দেন না, উল্টে নানাভাবে হেনস্থা করেন বলে অভিযোগ।

South 24 Parganas: দুবেলা খেতে দেওয়া নিয়ে সমস্যা, মেরে মায়ের মুখ ফাটিয়ে দিল ছেলে!
আক্রান্ত বৃদ্ধা মাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 19, 2025 | 10:24 AM

দক্ষিণ ২৪ পরগনা:  বারুইপুরে বৃদ্ধা মাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে।  সেই সঙ্গে শাশুড়িকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে বৌমার বিরুদ্ধেও। বারুইপুর থানার ইন্দ্রপালা এলাকার ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধার নাম বিমলা দে।
বিমলার অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর বড় ছেলে স্বপন দে ও বৌমা তাঁর উপর অত্যাচার চালিয়ে আসছেন। ছেলে তাঁকে ঠিকমতন খেতেও দেন না, উল্টে নানাভাবে হেনস্থা করেন বলে অভিযোগ। এর আগে বিষয়টি নিয়ে পাড়ায় সালিশি সভাও বসেছিল।

কিন্তু কোন কিছুতেই ছেলের অত্যাচার থেকে মুক্তি মেলেনি বলে বৃদ্ধার দাবি। সোমবার বিষয়টি চরমে পৌঁছয়। সামান্য বিষয়কে কেন্দ্র করে ছেলে ও বৌমা মিলে তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। গুণধর ছেলে স্বপন দে ঘুষি মেরে মায়ের মুখ ফাটিয়ে দেন বলে অভিযোগ। বৃদ্ধার ছোট ছেলে বৃদ্ধাকে বাঁচাতে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার বিষয়টি নিয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। পুলিশ তদন্ত শুরু করেছে।

বৃদ্ধার বক্তব্য, “ছেলেকে এত কষ্ট করে বড় করেছি, কখনই ভাবিনি বড় হয়ে এমনটা হবে। যত্ন করা তো দূরের কথা। দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেয় না ঠিক করে। পাড়ার লোক অনেক বুঝিয়েছে। কিছুতেই কিছু হয়নি।”