Migrant Worker: হরিয়ানা থেকে বাংলায় ফিরে এলেন ২০০ পরিযায়ী শ্রমিক, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

Migrant Worker: জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ দিল্লি, হরিয়ানা, গুরগাঁও-সহ একাধিক রাজ্যে নির্মাণ শ্রমিক, পরিচারিকা, কারখানার কর্মী হিসেবে কাজ করেন। কিন্তু, একের পর এক ঘটনায় বারবার হেনস্থার অভিযোগ ওঠায় নিরাপত্তাহীনতা গ্রাস করেছে বড় অংশের পরিযায়ীদের মুখে।

Migrant Worker: হরিয়ানা থেকে বাংলায় ফিরে এলেন ২০০ পরিযায়ী শ্রমিক, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা
ঘরে ফিরলেন ২০০ জন পরিযায়ী শ্রমিক Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 28, 2025 | 9:40 PM

বংশীহারি: ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বললেই নেমে আসছে পুলিশি নির্যাতন। দফায় দফায় চলছে হয়রানি। বাংলায় কথা বললেই পুলিশ পরিযায়ী শ্রমিকদের তুলে নিয়ে যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে। জমছে অভিযোগের পাহাড়। প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। বিগত কয়েকদিনে হরিয়ানা থেকেও লাগাতার এ খবর এসেছে। পরপর এসেছে হেনস্থার অভিযোগ। গুরগাঁওতে কাজ করছিলেন দক্ষিণ দিনাজপুরের অনেক পরিযায়ী শ্রমিক। চাপের মুখে পড়ে এবার বাংলায় ফিরতে বাধ্য হলেন তাঁরা। 

সোমবার সন্ধ্যায় গুরগাঁও থেকে তিনটি বাস ভাড়া দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে ফিরলেন প্রায় ২০০ জন পরিযায়ী শ্রমিক। শুধু নিজেরা নয় বাসে করে নিয়ে চলে এসেছেন সেখানকার সব আসবাবপত্র। পরিযায়ী শ্রমিকদের দাবি, ভিনরাজ্যে কাজ করা এখন রীতিমতো বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলা বললেই আমাদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে৷ কাগজ দেখালেও আমাদের মারধর করা হচ্ছে। অনেককে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। তাই ভয়ে সব সকলে চলে আসছেন নিজ জেলায়।

জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ দিল্লি, হরিয়ানা, গুরগাঁও-সহ একাধিক রাজ্যে নির্মাণ শ্রমিক, পরিচারিকা, কারখানার কর্মী হিসেবে কাজ করেন। কিন্তু, একের পর এক ঘটনায় বারবার হেনস্থার অভিযোগ ওঠায় নিরাপত্তাহীনতা গ্রাস করেছে বড় অংশের পরিযায়ীদের মুখে। এদিন ফিরে আসা শ্রমিকরা মূলত গুরগাঁওয়ের বিভিন্ন নির্মাণ সংস্থায় কাজ করতেন। দীর্ঘদিন ধরে তাঁরা গুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় বসবাস করতেন। তাঁদের অভিযোগ, হঠাৎ করেই কিছুদিন ধরে পুলিশি টার্গেট শুরু হয় বাংলাভাষীদের উপরে। অভিযোগ, যাঁরা বাংলা বলছেন তাঁদের ধরে নথি যাচাইয়ের নাম করে আটকে রাখা হচ্ছে। এই আতঙ্কের আবহে সোমবার তিনটি বাস ভাড়া করে বংশীহারীর রাঙ্গাপুকুর এলাকায় ফিরেছেন প্রায় ২০০ জন শ্রমিক। ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকরা বলছেন, পুলিশ বলেছে ৩১ জুলাইয়ের মধ্যে ফিরে না এলে আমাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই বাধ্য হয়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছে। অন্যদিকে এ বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, “জেলা প্রশাসন ওনাদের পাশে রয়েছে। স্থানীয় ব্লক প্রশাসন পুরো বিষয়টি দেখছে।”