Child Death: পা বাড়ালেই ‘মরণফাঁদ’, সেখান থেকেই উদ্ধার হল ৫ বছরের তুহিনের নিথর দেহ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 26, 2022 | 7:03 PM

Child Death: শেখ তুহিনের পরিবারের লোকজনের অভিযোগ, ওই জলাশয়টি বেআইনিভাবে ভরাট করা হচ্ছে দীর্ঘদিন ধরেই।

Child Death: পা বাড়ালেই মরণফাঁদ, সেখান থেকেই উদ্ধার হল ৫ বছরের তুহিনের নিথর দেহ

Follow Us

বজবজ : মরণফাঁদে কয়েকদিন আগেও তলিয়ে যাচ্ছিল এক শিশু। কোনও ক্রমে উদ্ধার করা হয় তাকে। তবে এবার আর রক্ষা করা গেল না। সেই ছাই আর তুঁষের তলাতেই প্রাণ গেল পাঁচ বছরের এক শিশুর। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর শিশুকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এলাকার বাসিন্দাদের দাবি, বেআইনিভাবেই ডোবা ভরাট করা হচ্ছিল ওই এলাকায়। নীচে জল আছে বুঝতে না পেরে সেখান দিয়ে যাতায়াত করতে গেলেই ঘটে যায় বিপদ, এ ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। বারবার এমন বিপদ ঘটায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পুকুরের মালিকের গ্রেফতারির দাবি জানিয়ে সরব হন তাঁরা। ইতিমধ্যে তাঁকে গ্রেফতারও করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার বজবজে ২ নম্বর ব্লকের নর্থ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের
চণ্ডীপুর বড় ডাঙাপাড়া এলাকার ঘটনা। শেখ তুহিন নামে ওই শিশু গত শনিবার দুপুর থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকেই তার পরিবারের লোকজন ও এলাকার বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন।

রাতভর খুঁজেও পাওয়া যায়নি ওই শিশুকে। রবিবার সকালে প্রথমে তার জুতো পাওয়া যায় ওই ডোবার ধারে। শিশুর আত্মীয়া জানিয়েছেন, তারপরও ডোবার মালিক দাবি করেন, সেখানে কিছুই ঘটেনি। শিশুর পরিবারের ওপর পাল্টা চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এরপর সেখান থেকে উদ্ধার হয় কাদামাখা দেহ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শেখ তুহিনের পরিবারের লোকজনের অভিযোগ, ওই জলাশয়টি বেআইনিভাবে ভরাট করা হচ্ছে দীর্ঘদিন ধরেই। তাঁদের দাবি, জলাশয়টি ওভাবে ভরাট না করা হলে এমন ঘটনা ঘটত না।

সোমবার সকাল থেকেই উত্তেজনা ছিল ওই এলাকায়। ওই জলাশয়ের মালিকের শাস্তির দাবি জানান এলাকার স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, তুঁষ আর ছাই দিয়ে ভরাট করা হচ্ছে জলাশয়। শিশুরা বুঝতে না পেরে পা দিলেই ডুবে যাচ্ছে। সেভাবেই প্রাণ হারাতে হয়েছে তুহিনকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নোদাখালি থানার পুলিশ। জলাশয়ের মালিক সহ মোট তিনজনকে আটক করা হয়েছে।

Next Article