Physical Assault: অষ্টমীর রাতে কুলতলিতে ৬০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

Kultali: বৃদ্ধার আর্তনাদ শুনে ছুটে আসেন তাঁর মেয়ে-জামাই। তিন অভিযুক্তের মধ্যে দু'জনকে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন। এরপর তাঁদের বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে কুলতলি থানার পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে।

Physical Assault: অষ্টমীর রাতে কুলতলিতে ৬০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 02, 2025 | 12:24 AM

কুলতলি: অষ্টমীর রাতে ঘরে ঢুকে গণধর্ষণের অভিযোগ। ধৃত দুইজন। তাদেরকে বেঁধে গণপ্রহার করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণাতে।

জানা গিয়েছে, অষ্টমীর রাতে যখন সবাই ঠাকুর দেখতে ব্যস্ত, সেই সময় বাড়িতে ঢুকে মুরগি চুরি করতে এসেছিল চারজন। অভিযোগ, বাড়িতে থাকা ৬০ বছর বয়সী মহিলাকে গণধর্ষণ করে অভিযুক্তরা। একে একে তিনজন ধর্ষণ করে, একজন বাইরে পাহারা দিচ্ছিল।

বৃদ্ধার আর্তনাদ শুনে ছুটে আসেন তাঁর মেয়ে-জামাই। তিন অভিযুক্তের মধ্যে দু’জনকে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন। এরপর তাঁদের বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে কুলতলি থানার পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, তাঁর স্বামীর চোখের অপারেশন হওয়ায় তিনি বাড়ি ছিলেন না। নাতি-নাতনিরাও কেউ ছিল না। অষ্টমীর রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। এমন সময় অভিযুক্তরা ছুরি, বঁটি ও বন্দুক নিয়ে ঢোকে। তাঁকে একা পেয়ে ধর্ষণ করে। পরে তাঁর চিৎকারে সকলে ছুটে আসে।

ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। বাকি আরও ১ জন পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।