
বাসন্তী: আবার বাংলায় বোমায় বিপন্ন শৈশব। বাসন্তীতে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণে জখম নাবালক। বোমা ফেটে গুরুতর জখম চতুর্থ শ্রেণির ছাত্র কালো গায়েন। তার ডান হাত ও দু’টো চোখ মারাত্মকভাবে জখম হয়েছে বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার এসএসকেএম হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান এলাকায়। এই এলাকাতেই ‘খড়িমাচান নজরুল সংঘ’ নামে একটি ক্লাব রয়েছে। স্থা্নীয় সূত্রে খবর, সেই ক্লাবের জায়গা নিয়ে স্থানীয় শেখ ও গায়েন পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল কয়েকদিন ধরে।
সমস্যা সমাধানের জন্য ২৫ ডিসেম্বর উভয় পক্ষের মধ্যে একটি সালিশি সভার কথা ছিল। তার আগেই ২৪ ডিসেম্বর স্থানীয় আনার শেখের বাড়িতে বোমা বিষ্ফোরণ ঘটে। তাতেই গুরুতর জখম হয় ওই ছাত্র। তবে এই প্রথম নয়, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পরিবারিক নানা কারণে শেখ ও গায়ের পরিবারের দ্বন্দ্ব বহু দিনের। ২০১৯ সালে খুন হয় শেখ পরিবারের রহিম শেখ। তখনও ওই ঘটনাকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছিল এলাকা। এবার আবার খড়িমাচান নজরুল সংঘ’ নামে একটি ক্লাবের জায়গা নিয়ে ঝামেলা মাথাচাড়া দেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নতুন করে ঝামেলা তৈরির জন্য আনার শেখ বাড়িতেই বোমা তৈরি করছিল। সেই সময় সেখানে ছোট ছোট ছেলেরা খেলা করছিল। তখনই আচমকা বিস্ফোরণে এই কাণ্ড। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। ভোটের আবহে এ ঘটনায় চাপানউতোর তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহলে। যদিও ঘটনায় শাসকদলের দিকেই আঙুল তুলছেন বিজেপি নেতা সঞ্জয় নায়েক। প্রশ্ন তুলছেন এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে। অন্যদিকে এই ঘটনায় রাজনীতির কোন যোগ নেই বলে দাবি করেছেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল।