Kakdwip: গ্রামের পুকুরে ভেসে বেড়াচ্ছে বিশাল কুমির, ছুটে এল পুলিশ

Shuvendu Halder | Edited By: জয়দীপ দাস

Aug 06, 2023 | 2:54 PM

Kakdwip: সূত্রের খবর, শনিবার রাতে রাস্তার উপর কুমরটিতে শুয়ে দেখতে দেখেন এলাকার বেশ কিছু বাসিন্দা। দৃশ্য দেখে চোখ কপালে উঠে যায় তাঁদের। যদিও মানুষ দেখেই সেটি পালায়।

Kakdwip: গ্রামের পুকুরে ভেসে বেড়াচ্ছে বিশাল কুমির, ছুটে এল পুলিশ
গোটা গ্রামে আতঙ্ক
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কাকদ্বীপ: লোকালয়ের পুকুরে দেখা মিলল কুমিরের। ঘটনায় তীব্র আতঙ্ক কাকদ্বীপের (Kakdwip) ফটিকপুর এলাকায়। প্রসঙ্গত, নিম্নচাপের কারণে বিগত কয়েকদিন থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে। প্রবল বৃষ্টি ও পূর্ণিমার কোটালের জেরে সপ্তমুখী নদী ও নদী সংলগ্ন খালের জলস্তরও অনেকটা বেড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান জল বেড়ে যাওয়ার কারণেই নদীপথ হয়ে পুকুরে ঢুকে পড়েছে কুমরটি। 

সূত্রের খবর, শনিবার রাতে রাস্তার উপর কুমরটিতে শুয়ে দেখতে দেখেন এলাকার বেশ কিছু বাসিন্দা। দৃশ্য দেখে চোখ কপালে উঠে যায় তাঁদের। যদিও মানুষ দেখেই সেটি পালায়। এদিকে এরইমধ্যে এদিন সকালে ফের এলাকার একটি পুকুরে কুমিরটির দেখা মেলে। এ খবর ছড়িয়ে পড়েই ওই পুকুরের পাড়ে ভিড় বাড়ান এলাকার প্রচুর মানুষ। যদিও সকলের চোখেমুখেই ভয়। খবর যায় বন দফতরে। খবর যায় পুলিশের কাছেও। 

ঘটনাস্থলে আসে কাকদ্বীপ থানার পুলিশ। আসেন বনকর্মীরা। তড়িঘড়ি তাঁরা গোটা পুকুরটিকে জাল দিয়ে ঘিরে ফেলান। সকাল থেকেই কুমুরটিকে বাগে আনার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও সেটিকে ধরা যায়নি বলেই জানা যাচ্ছে। ঘটনায় এলাকার এক মহিলা বলেন, “আমার ছেলে তাস খেলে বাড়ি আসছিল তখন রাতে রাস্তায় কুমিরটাকে প্রথম দেখতে পায়। ও সবাইকে দেখা মাত্রই পাড়ার সকলকে ডাকে। তারপর দেখা যায় পুকুরে ভেসে চলে যাচ্ছে কুমুরটাকে। সকালেও কয়েকজন দেখেছে বলে। তারপর থেকে কুমুরটিকে ধরা চেষ্টা চলছে। তবে এখনও ধরা যায়নি।”

Next Article