South 24 Parganas: স্বামীকে ‘খুনের’ পর প্রেমিককে নিয়ে ডায়মন্ড হারবারের হোটেলে মহিলা, তদন্তে নেমে থ পুলিশ

South 24 Parganas: পুলিশ জানিয়েছে, সন্দেহ হওয়ায় ২ জনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। আবার একসঙ্গে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই তাঁরা খুনের কথা স্বীকার করেন বলে পুলিশের বক্তব্য।

South 24 Parganas: স্বামীকে খুনের পর প্রেমিককে নিয়ে ডায়মন্ড হারবারের হোটেলে মহিলা, তদন্তে নেমে থ পুলিশ
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 05, 2025 | 5:57 PM

উস্তি: ঠিক যেন সিনেমার দৃশ্য। স্বামী নিখোঁজ বলে থানায় ডায়েরি করলেন। তদন্তে নেমে স্ত্রীকেই গ্রেফতার করল পুলিশ। তদন্তে উঠে এল মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কে কথা। গ্রেফতার করা হয়েছে মহিলার প্রেমিককেও। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার উস্তির শিবপুর এলাকার। মৃতের নাম মহসিন হালদার (৫৫)। তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলেন, মহসিনের স্ত্রী তনুজা বিবি মাস দুয়েক আগে উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। সেখানে তিনি জানান, তাঁর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তনুজা বিবির সঙ্গে মহসিনের ব্যবসায়িক অংশীদার হাবিবুল্লা খানের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরে তনুজা বিবি ও হাবিবুল্লা এই খুনের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা মাফিক হাবিবুল্লা ভারী কিছু দিয়ে মাথায় আাঘাত করে মহসিনকে খুন করে। তারপর দেহ এক জায়গায় ফেলে দিয়ে আসে।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে

তদন্তে নেমে নিখোঁজ ব্যক্তির ছেলের সঙ্গেও কথা বলে পুলিশ। তনুজা ও হাবিবুল্লার আচরণে সন্দেহ জাগে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “মহসিনকে খুনের পর তনুজা বিবি ও হাবিবুল্লাকে একসঙ্গে ডায়মন্ড হারবারের হোটেল-সহ একাধিক জায়গায় দেখা গিয়েছে।” সন্দেহ হওয়ায় ২ জনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। আবার একসঙ্গে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই তাঁরা খুনের কথা স্বীকার করেন বলে পুলিশের বক্তব্য।

তল্লাশি চালিয়ে ঝোপের মধ্য থেকে মহসিনের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আদালতে তুলে ধৃত ২ জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।