Car: থার্মোকল দিয়ে তৈরি আস্ত গাড়ি! সুজয়ের ‘ওয়ান্ডার কার’ দেখতে হইচই জয়নগরে

Thermocol Car: শোলার জায়গা দখল করছে থার্মোকল (Thermocol)। আর তার বহুল ব্যবহারে চিন্তা বাড়ছে দূষণের। কিন্তু সেই থার্মোকল দিয়েই তৈরি হল আস্ত গাড়ি (Car)। এক লিটার তেলে যে গাড়ি গড়াবে ৪০ কিলোমিটার। এমনই 'ওয়ান্ডার কার' দিয়ে তাক লাগালেন জয়নগরের থার্মোকল শিল্পী সুজয় মণ্ডল।

Car: থার্মোকল দিয়ে তৈরি আস্ত গাড়ি! সুজয়ের 'ওয়ান্ডার কার' দেখতে হইচই জয়নগরে
থার্মোকল দিয়ে তৈরি গাড়ি! নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 8:43 PM

জয়নগর: শোলার জায়গা দখল করছে থার্মোকল (Thermocol)। আর তার বহুল ব্যবহারে চিন্তা বাড়ছে দূষণের। কিন্তু সেই থার্মোকল দিয়েই তৈরি হল আস্ত গাড়ি (Car)। এক লিটার তেলে যে গাড়ি গড়াবে ৪০ কিলোমিটার। এমনই ‘ওয়ান্ডার কার’ দিয়ে তাক লাগালেন জয়নগরের থার্মোকল শিল্পী সুজয় মণ্ডল। জয়নগরের থার্মোকল শিল্পী নতুন ধরণের গাড়ি দেখতে জমছে ভিড়। টকটকে লাল সেই গাড়ি ছুটে চললেই অপার বিস্ময়ে দেখছেন পথচলতি মানুষরা।

ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব তা আবার একবার প্রমাণ দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩০ বছর বয়সী সুজয় মণ্ডল। জয়নগর- মজিলপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মতিলাল পাড়ার বাসিন্দা পেশায় থার্মোকল শিল্পী সুজয় মাত্র দেড় মাসের চেষ্টায় বানিয়ে ফেললেন একটি স্নেক কার। কীভাবে?

নিজের ১৫০ সিসি ডিসকোভার মোটর বাইককেই বানিয়ে ফেললেন এক আস্ত এই স্নেক কার। দুই আসন বিশিষ্ট এই গাড়ি বানিয়ে রীতিমতো চমকে দিলেন এলাকার মানুষকে। নতুন নতুন কিছু সৃষ্টির খোঁজে সব সময় চেষ্টা চালান সুজয়। দু’বছর আগে রিমোট সিস্টেমে সাইকেল তৈরি করেছেন। ছোট রিমোট জাহাজ তৈরি করেছেন তিনি। এবার তৈরি করলেন থার্মোকল দিয়ে কার।

সুজয়ের কথায়, “বাড়িতে একটা বাইক ছিল। অনেকের বাইকে অ্যাক্সিডেন্ট হয়। তাই ভাবলাম ব্যালান্স সহজ করার জন্য যদি কম খরচে সেই মোটর বাইককে একটা কার (Car)  করে তোলা যায়। সেই মতো থার্মোকল দিয়ে এই গাড়িটা বানালাম। মোটামুটি এক-দেড় মাস লেগেছে। খরচ হয়েছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা মতো। মজুরি এখনও ধরিনি।” তিনি জানান, এর আগে বিভিন্ন রকম সাইকেল বানিয়েছেন। এখন এই গাড়ির মজা হল চার চাকার মজা দেবে। অথচ, এটা একটা বাইক। এর আকর্ষণ হল, ‘সার্ভিস’। ১ লিটার জ্বালানি তেল খরচ করলে ৪০ কিলোমিটার দৌড়বে এই গাড়ি। ফোর হুইলারে যেটা সম্ভবই নয়, জানান সুজয়।

স্টিয়ারিং বানানো, চাকা পরানো পুরোটাই নিজে স্কেচ করে তৈরি করেছেন বলে জানান সুজয়। এর পরে তাঁর প্রোজেক্ট রোবট রিকশা। তা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

আরও পড়ুন: Paschim Medinipur: ভাইফোঁটার পরেই ঘরে ঘরে জ্বর বমি পেটব্যথা! আন্ত্রিকে আক্রান্ত ৫০-এরও বেশি

এখন জয়নগর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় এই গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে শুরু করেছেন সুজয়। বিস্ময়ের চোখে তাকাচ্ছেন পথচলতি মানুষরা। সোমবার তাঁর সৃষ্টি ওই গাড়িতে সুজয় সফর সঙ্গী করেন জয়নগর-মজিলপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুজিত সরখেলকে। গাড়িতে চড়ে দারুণ খুশি প্রাক্তন পুরপ্রধান জানান, সুজয়ের এই প্রতিভার বিকাশ আরও ঘটুক। তিনি যেন বড় কোনও কোম্পানির কাছে এইসব কাজের স্বীকৃতি পান, এটাই তাঁর ইচ্ছা।

আরও পড়ুন: Jackpot: সকালে বেরোলেন খালি হাতে, দুপুরেই কোটিপতি ইসলামপুরের ফেরিওয়ালা!