Abhishek Banerjee: যাঁরা নিজেদের কেউকেটা ভাবছেন তাঁদের জন্য তৃণমূল নয়: অভিষেক

সৌরভ গুহ | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 15, 2025 | 12:21 PM

Abhishek Banerjee: এর মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভায় সেই চল্লিশটি ক্যাম্প সম্পন্ন হয়েছে। আজ থেকে ফলতায় ক্যাম্প শুরু হয়েছে। সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন অভিষেক। 

Abhishek Banerjee: যাঁরা নিজেদের কেউকেটা ভাবছেন তাঁদের জন্য তৃণমূল নয়: অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ডায়মন্ড হারবার: ফলতায় সেবাশ্রয় মডেল ক্যাম্প পরিদর্শনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় চল্লিশটি ক্যাম্প হবে। এর মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভায় সেই চল্লিশটি ক্যাম্প সম্পন্ন হয়েছে। আজ থেকে ফলতায় ক্যাম্প শুরু হয়েছে। সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন অভিষেক।

কী কী বললেন তৃণমূল সাংসদ? (সর্বশেষ তথ্য় উপরে)

  1. অভিষেক: আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি ছোট থেকে দেখেছি উনি সরিয়ে দাও, হটিয়ে দাও এই রাজনীতিতে বিশ্বাস করেন না। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই।
  2. অভিষেক: শান্তনু সেন ডাক্তার। উনি যদি আলাদা করে কোনও কর্মসূচিকে সমর্থন করতে চায় করবেন। রাজনৈতিক দল হিসাবে তৃণমূল তাকে সাসপেন্ড করতে পারে। তবে সে তো স্বাধীনচেতা মানুষ। নিজের কাজ করবে।
  3. অভিষেক: আরাবুল ইসলাম বিগত দিনেও সাসপেন্ড হয়। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হয়। দলের শৃঙ্খলার উর্ধ্বে কেউ নয়।
  4. অভিষেক: একটা মানুষের প্রাণ মণিমুক্তর মতো। ভুলের কারণে প্রসূতির মৃত্যু ঘটে। তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। এর যাতে পুনরাবৃত্তি না হয়।
  5. অভিষেক: পার্টির ডিসিপ্লিনের উর্ধ্বে কেউ নয়। শৃঙ্খলাপরায়ন হয়ে দল করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। কিছু লোক আছে ধরাকে সরা জ্ঞান করে। ভাবে আমার থেকে বড় কেউ নেই। যারা ভাবছে এলাকা দখল করে দল চালাব। তাদের কপালে দুঃখ আছে। এই ভুল সিপিএম করত। এ বছর নির্বাচন নেই। তারপরও কেন আমি করছি? আমরা মানুষের কাজ করছি।
  6. রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে?  অভিষেক: আমি আমার সামর্থ্য মতো করছি। রাজ্য সরকার চোদ্দ বছর ধরে কাজ করছে। কোথাও একটা ঘটনা ঘটলে দুঃখজনক। রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করেছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে। যদি কারও গাফিলতি পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি সিবিআই অফিস থেকে বেরনোর সময় বলেছিলাম এদের হল জটায়ুর তদন্ত। ওরা আগে থেকে ধরে নেয় কাকে ফাঁসাতে হবে। তারপর তদন্ত করে। আর আমাদের তদন্ত তদন্তের মতো চলে। মালদহের ঘটনায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য়মন্ত্রী। তার আমলে তার দলের লোকই গ্রেফতার হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস অন্যায় করলে কাউকে রেয়াত করবে না। আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী দিনে ব্যতিক্রম হবে না।
  7. অভিষেক: ডাক্তার জনপ্রতিনিধিদের মধ্যে মিল আছে। আমরা মানুষের জন্য কাজ করি।
  8. অভিষেক: ককলিয়ার ইমপ্লান্টের কেস এসেছে। একটা ইমপ্লান্টে পাওয়া যায় যেটা ব্রেন আর কানের মধ্যে বসানো হয়। এই সার্জারি ১২ ঘণ্টা ধরে চলে। স্পেশালিস্ট ডাক্তারদের আনিয়ে আমরা ছুটির দিন দেখে ব্যবস্থা করব। আমি সেই পরিবারের সঙ্গে কথা বলেছি। ককলিয়ার ইমপ্লান্টের ব্যবস্থা করব। বাচ্চাটা যাতে শুনতে পায় চেষ্টা করব। আরামবাগ থেকে তিন বছরের বাচ্চা এসেছে। ও হাঁটতে পারে না। ঠিক মতো দাঁড়াতে পারে না। স্পাইনালকর্ডে সমস্যা আছে। বছরে ৭২ লক্ষ টাকার ইঞ্জেকশন লাগবে এক বেসরকারি হাসপাতাল বলেছে। ওই বাচ্চাটার ফিজিওথেরাপির জন্য ব্যবস্থা করেছি। আট দশদিন ফিজিওথেরাপি চলবে। ওর মা-বাবার থাকার ব্যবস্থা করেছি।
  9. অভিষেক: ফলতায় আজ চতুর্থ দিন। কালকেও তেরো হাজারের উপর রেজিস্ট্রেশন হয়েছে। গড়ে তিনশো-সাড়ে তিনশো মানুষ রোজ আসছেন। আরামবাগ থেকে একটি শিশু দুদিন আগে এসেছিল। ও ঠিক মতো শুনতে পায় না। তারপর জানা যায় তার বাড়ি খানাকূলে। অর্থাৎ শুধু ডায়মন্ড হারবার লোকসভা নয়, পাশ্ববর্তী লোকসভার অন্তর্গত বিধানসভারও লোক আসছে আমায় জানানো হয়। দক্ষিণ দিনাজপুর থেকেও এসেছে। আমি চিকিৎসক টিমের সঙ্গে কথা বলেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব পাশে দাঁড়াতে। যদি না পারি সেটাও বলে দেব।
  10. অভিষেক: এর মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভায় সেই চল্লিশটি ক্যাম্প সম্পন্ন হয়েছে। আজ থেকে ফলতায় ক্যাম্প শুরু হয়েছে। সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন অভিষেক। ক্যাম্পের শেষ দিন আশি হাজার রেজিস্ট্রেশন হয়েছে। একটা বিধানসভায় এত মানুষ হয়ত ভোট দিতেও বের হন না।

 

Next Article