
বারুইপুর: রাজনৈতিক কর্মসূচি তো সারাবছরই চলে। তবে এবারের কর্মসূচি অনেকটাই আলাদা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসভা শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোশাকি নাম ‘আবার জিতবে বাংলা যাত্রা’। আজ, শুক্রবার তার ‘গ্র্যান্ড ওপেনিং’। তাই আয়োজনের বহরও ততটাই বিপুল। বক্তৃতা তো পরের কথা, মঞ্চ বেঁধেই তাক লাগিয়ে দিচ্ছে শাসক দল। বারুইপুরের মানুষ কবে এমন মঞ্চ দেখেছেন, তা মনে করতে পারছেন না।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে যে আয়োজন হয়েছে, তা শেষবার দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে তৃণমূলের জনসভায়। সেই সভায় রাখা হয়েছিল একটা লম্বা র্যাম্প। সেই একে একে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল, আর ওই র্যাম্প ধরে হেঁটেছিলেন সেই প্রার্থীরা। সেই ধাঁচেই করা হয়েছে অভিষেকের সভার এই মঞ্চ।
মূল মঞ্চের সামনেই রাখা হয়েছে র্যাম্প। প্লাস আকারের ওই র্যাম্পে হাঁটবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সোজা হেঁটে গিয়ে, একবার ডানদিকে, একবার বাঁদিকে এগিয়ে যেতে পারবেন অভিষেক। দু-পাশে বসে থাকবেন নেতা-কর্মী ও সাধারণ মানুষ। মনে করা হচ্ছে, অর্থাৎ উঁচু মঞ্চ থেকে বক্তৃতা দিয়ে নয়, মানুষের মাঝে গিয়ে কথা বলতে চান অভিষেক।
শুধু মঞ্চেই চমক নয়, থাকছে বিরাট এলইডি স্ক্রিন। সেখানেই অভিষেকের বক্তব্য শুনতে পারবেন উপস্থিত মানুষজন। বারুইপুর থেকে যে জেলা সফর শুরু করছেন অভিষেক। শনিবারই তিনি যাবেন উত্তরবঙ্গে। আগামী ৬ জানুয়ারি বীরভূমে সভা করার কথা রয়েছে তাঁর। পরে মেদিনীপুর থেকে শুরু করে একাধিক জেলায় পরপর সভা করবেন তিনি।