Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tiger: তারিয়ে তারিয়ে ছাগল খাচ্ছিল মৈপীঠের সেই বাঘ, ঠিক ভোর সাড়ে ৩টে, বন্ধ হল খাঁচা

Tiger in Sudarban: সোমবারই বন দফতরের কর্মীর ওপর হামলা করেছিল ওই বাঘ। আপাতত এসএসকেএম-এ চিকিৎসাধীন সেই কর্মী।

Tiger: তারিয়ে তারিয়ে ছাগল খাচ্ছিল মৈপীঠের সেই বাঘ, ঠিক ভোর সাড়ে ৩টে, বন্ধ হল খাঁচা
ধরা পড়ল বাঘImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2025 | 6:52 AM

মৈপীঠ: পাশের জঙ্গলে বাঘের বাস, তাই সতর্ক থাকতেই হয় বাসিন্দাদের। কখনও কখনও এদিক-ওদিক বাঘ বেরিয়ে পড়ার খবরও পাওয়া যায়। তাই বলে বনকর্মীর মাথা নিয়ে যেভাবে টানাটানি করেছে বাঘ, তা আগে কখনও দেখেনি সুন্দরবনের মৈপীঠের বাসিন্দারা। গুরুতর আহত বনকর্মী এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। আর সেই বাঘ আটকাতে রাতভর চলল লড়াই। অবশেষে ভোরে খাঁচাবন্দি হল বাঘ।

সোমবার আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে পড়ে বাঘ। স্থানীয় এক বাসিন্দা দেখতেই পেয়েই গাছে উঠে পড়েন। খুব কাছে থাকলে, কোনও ক্রমে রক্ষা পান তিনি। কিন্তু রক্ষা পাননি বন দফতরের কর্মী। তাঁর মাথায় কামড় বসিয়ে দেয় বাঘটি। কোনও রকমে তাঁকে ছাড়ানোর ব্যবস্থা করেন বনকর্মীরা। এরপর আর বাঘের সন্ধান পাওয়া যাচ্ছিল না। দিনভর চলে চেষ্টা।

রাতে একটি আস্ত ছাগল টোপ হিসেবে রেখে বাঘটিকে ধরার ফাঁদ পাতেন বনকর্মীরা। ভোর সাড়ে ৩টে নাগাদ সেই খাঁচার দরজা বন্ধ হওয়ার শব্দ পাওয়া যায়। তখনই বোঝা যায় যে বাঘ খাঁচায় ঢুকে পড়েছে। বনকর্মীরা কাছে গিয়ে দেখেন, ভিতরে রাখা ছাগলটি তারিয়ে তারিয়ে খাচ্ছে বাঘ। সঙ্গে সঙ্গে খাঁচাবন্দি করা হয় তাকে। বনকর্মীরা জানাচ্ছেন, বাঘ অত্যন্ত ক্ষুধার্ত ছিল। খাবারে সন্ধানেই সে লোকালয়ে চলে এসেছে বলে অনুমান করা হচ্ছে।

বন দফতরের ডিএফও নিশা গোস্বামী জানিয়েছেন, এটি একটি পুরুষ বাঘ। এর আনুমানিক বয়স ১০ বছর। ইতিমধ্যেই বাঘের স্বাস্থ্য পরীক্ষা করার বন্দোবস্ত করেছে বন দফতর। চেক করার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বাঘটিকে।