Diamond Harbour: প্রেমিককে পাশের ঘরে আটকে কলেজ ছাত্রীকে ‘ধর্ষণ’, ডায়মন্ড হারবারের ঘটনায় শাসক-যোগের অভিযোগ

Mandirbazar: গত ১৪ তারিখ এই ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রেমিকের সঙ্গে দেখা করতে এলাকার একটি রিসর্টের সামনে গিয়েছিলেন। সেখানে প্রেমিকের সঙ্গে কথা বলার সময়ই দুই যুবক তাঁদের তুলে নিয়ে যায়। এরপরই এই ঘটনা। ওই ছাত্রী বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ায় পরিবার বিষয়টি জানতে পারে।

Diamond Harbour: প্রেমিককে পাশের ঘরে আটকে কলেজ ছাত্রীকে 'ধর্ষণ', ডায়মন্ড হারবারের ঘটনায় শাসক-যোগের অভিযোগ
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 4:53 PM

দক্ষিণ ২৪ পরগনা: এক যুগলকে রিসর্টের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মারধর, কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকায়। এক কলেজ ছাত্রী ও তাঁর প্রেমিককে একটি রিসর্টের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কারখানার গোডাউনে আটকে রাখা হয় বলে অভিযোগ। পাশের ঘরে প্রেমিককে আটকে রেখে ওই ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করা হয়। মন্দিরবাজার থানা এলাকায় অভিযোগ দায়ের করেছেন প্রথমবর্ষের ওই কলেজ ছাত্রী। এই ঘটনায় অভিযুক্তরা তৃণমূলের ছত্রছায়ায় থাকে বলে অভিযোগ ওঠে। যদিও মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জানান, অভিযুক্তরা কেউই তাঁদের দলের নয়।

গত ১৪ তারিখ এই ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রেমিকের সঙ্গে দেখা করতে একটি রিসর্টের সামনে গিয়েছিলেন। সেখানে প্রেমিকের সঙ্গে কথা বলার সময়ই দুই যুবক তাঁদের তুলে নিয়ে যায়। এরপরই এই ঘটনা। ওই ছাত্রী বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ায় পরিবার বিষয়টি জানতে পারে। এরপরই দুই যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। গণধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমনও অভিযোগ, অভিযুক্তরা রাজনৈতিক দলের ছত্রছায়ায় বেড়ে ওঠা। সে কারণেই এখনও পুলিশ তাদের ধরছে না।

এমনও অভিযোগ, প্রভাবশালী হওয়ায় ছাত্রী ও তাঁর পরিবারকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এমনকী ওই ছাত্রীর বেশ কিছু নগ্ন ছবি ভাইরাল করে দেবে বলেও হুমকি দিচ্ছে। মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদার বলেন, “খোঁজখবর নিয়েছি। যা বলার বিকালে বলব। এ অন্য়ায় মেনে নেওয়া হবে না। মহিলার উপর অত্যাচার আমরা মানব না। দলকে ভোট দেয় বলে কেউ অসামাজিক কাজ করবে দল তা মেনে নেবে না। আর যাঁদের নামে অভিযোগ করা হচ্ছে ওরা আমাদের দলের কেউ নয়। কেউ বলছে ওর দাদা ওই, ভাই ওই, একেবারেই না।”

মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক পলাশ রানা বলেন, “মেয়েদের যে বাংলায় কোনও নিরাপত্তা নেই ডায়মন্ড হারবারের কলেজ ছাত্রীর সঙ্গে ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল। অথচ পুলিশ তাদের ধরতে পারল না এখনও।”