AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Street Dog: ২-৩ বছর ধরে কুকুরের সঙ্গে সঙ্গম প্রৌঢ়ের! জানাজানি হতেই ছিঃ ছিঃ করছেন প্রতিবেশীরা

Sonarpur: অভিযুক্তকে গ্রেফতারের পর ইতিমধ্যেই দফায় দফায় জেরা করেছেন সোনারপুর থানার পুলিশকর্মীরা শুক্রবার বছর পঞ্চান্নর ওই প্রৌঢ়কে বারুইপুর আদালতে পেশ করা হবে।

Street Dog: ২-৩ বছর ধরে কুকুরের সঙ্গে সঙ্গম প্রৌঢ়ের! জানাজানি হতেই ছিঃ ছিঃ করছেন প্রতিবেশীরা
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Mar 31, 2023 | 11:30 AM
Share

সোনারপুর: পথ কুকুরের (Street Dog) সঙ্গে সঙ্গম করার অভিযোগ এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur) থানা এলাকায়। জানা যাচ্ছে সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছিল এলাকায়। সেই ভিডিয়ো নজরে আসে এলাকার এক পশুপ্রেমী সংস্থার। এরপরই ওই পশুপ্রেমী সংস্থার তরফে প্রৌঢ়ের বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই প্রৌঢ়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ৩৭৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের পর ইতিমধ্যেই দফায় দফায় জেরা করেছেন সোনারপুর থানার পুলিশকর্মীরা শুক্রবার বছর পঞ্চান্নর ওই প্রৌঢ়কে বারুইপুর আদালতে পেশ করা হবে।

অভিযোগকারী পশুপ্রেমী সংস্থার তরফে এক সদস্য জানাচ্ছেন, অভিযোগের পর সারমেয়টির মেডিকেল করানো হয় এবং তারপর ওই অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করা হয়েছে। তিনি জানাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের থেকে তিনি শুনেছেন, বিগত দুই-তিন বছর ধরে কুকুরের উপর এমন অত্যাচার চালাচ্ছিলেন ওই প্রৌঢ়। যে ভিডিয়োটি তাঁরা পেয়েছেন, সেটি প্রায় এক বছর আগের। স্থানীয় বাসিন্দারা ওই পশুপ্রেমী সংস্থাকে জানিয়েছেন, তারা তখন জানতেন না, কীভাবে কোথায় অভিযোগ জানাতে হয়। ওই প্রৌঢ়কে স্থানীয় বাসিন্দারা বার বার নিষেধও করেছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত ওই পশুপ্রেমী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

জানা যাচ্ছে, ওই কুকুরটিকে উদ্ধারের পর তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। আপাতত সোনারপুরের এক পশু চিকিৎসা কেন্দ্রে পর্যবেক্ষনে রাখা হয়েছে ওই পথকুকুরটিকে। সারমেয়র উপর এক জঘন্য অত্যাচারের প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে বিভিন্ন মহল। ছিঃ ছিঃ করছেন প্রতিবেশীরা। অভিযুক্ত প্রৌঢ়ের যথাযথ শাস্তির দাবি জানানো হয়েছে পশুপ্রেমী সংস্থার তরফে। উল্লেখ্য, এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে পথকুকুরদের মারধর ও অত্যাচারের অভিযোগ উঠে এসেছে। মাস খানেক আগে মালদায় পথকুকুরদের উপর অত্যাচারের প্রতিবাদে এক বিশাল মিছিলের আয়োজন করেছিল বিভিন্ন পশুপ্রেমী সংগঠন।