Diamond Harbour: শহরের বুকেই খোলা হয়েছিল অফিস, CBI-ED অফিসার সেজেই অ্যাকশন করতে গিয়েই গ্রেফতার ৫

CBI-ED: জেরাতেই পুলিশ জানতে পেরেছে ফাল্গুনিই এই চক্রের মূল পান্ডা। বাড়ি কলকাতার লেক থানা এলাকায়। ধৃতেরা ডায়মন্ড হারবার তো বটেই রাজ্যের নানা প্রান্তে অফিস খুলে বসেছিল। সেই সমস্ত জায়গা থেকে মোট কত টাকা তুলেছিল তা খোঁজ করে দেখছে পুলিশ।

Diamond Harbour: শহরের বুকেই খোলা হয়েছিল অফিস, CBI-ED অফিসার সেজেই অ্যাকশন করতে গিয়েই গ্রেফতার ৫
গ্রেফতার ৫ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 26, 2025 | 3:59 PM

ডায়মন্ড হারবার: বাড়ি ভাড়া নিয়ে খোলা হয়েছিল গোয়ন্দা সংস্থার অফিস। নিজেদের ইডি, সিবিআই আফিসার পরিচয় দিয়েই চলত গোটা অপারেশন। একাধিক ব্যক্তিকে ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছিল মোটা টাকা। অফিসটা খোলা হয়েছিল ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কোর্ট পাড়ায়। শেষ পর্যন্ত সেই খবর পৌঁছায় পুলিশের কানে। তদন্তে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তাতেই ওই ভুয়ো গোয়েন্দা অফিসের পর্দাফাঁস। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। 

পুলিশ হানা দিয়েছিল ওই ভুয়ো অফিসেও। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে জেলার পুলিশ প্রশাসনের আধিকারিকদের ভুয়ো সার্টিফিকেট। হাতে এসেছে বেশ কিছু ভুয়ো আই কার্ড। গ্রেফতার করা হয়েছে ফাল্গুনি চট্টোপাধ্যায়, সুজাউদ্দিন শেখ, গোপাল বারিক, সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা ও জামাল হালদার নামে ৫ জনকে। দীর্ঘ সময় জেরাও চলেছে। 

জেরাতেই পুলিশ জানতে পেরেছে ফাল্গুনিই এই চক্রের মূল পান্ডা। বাড়ি কলকাতার লেক থানা এলাকায়। ধৃতেরা ডায়মন্ড হারবার তো বটেই রাজ্যের নানা প্রান্তে অফিস খুলে বসেছিল। সেই সমস্ত জায়গা থেকে মোট কত টাকা তুলেছিল তা খোঁজ করে দেখছে পুলিশ। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলেন, “একটা ভুয়ো গোয়েন্দা সংস্থা খুলেছিল ওরা। ভুয়ো আই কার্ডও বানায়। অনেক ব্যবসাদারকে ধমকে-চমকে টাকা আদয় করেছে। নিজেদের ইডি, সিবিআই অফিসার, কখনও নারকোটিক্সের অফিসার পরিচয় দিয়ে এই সব কাজ চালাত। আমরা আমাদের গোয়েন্দা সূত্রে ওদের খবর জানতে পেরেছিলাম।”