Bhangar Politics: ফের ভাঙাড়ে ক্ষমতা দখলের লড়াই? শওকত শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক আরাবুল-কাইজারের অনুগামীরা

Bhangar: উন্নয়নের পাঁচালির পর এবার উন্নয়নের সংলাপ কর্মসূচির জন্য বড় থেকে ছোট নেতাদের দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ে একপেশে হওয়ে থাকা কাইজার আহমেদ, হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল সহ একাধিক শওকাত বিরোধী গোষ্ঠীর নেতাদের নাম তৃণমূলের লিস্টে প্রকাশ পায়। তারপর থেকেই তা নিয়ে চাপানউতোর।

Bhangar Politics: ফের ভাঙাড়ে ক্ষমতা দখলের লড়াই? শওকত শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক আরাবুল-কাইজারের অনুগামীরা
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit source: TV 9 Bangla GFX

| Edited By: জয়দীপ দাস

Jan 04, 2026 | 9:10 AM

ভাঙড়: ভোটের আগে ফের তপ্ত হচ্ছে ভাঙড়। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওদুত মোল্লার বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল। একদিন আগে জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়িতে যাওয়ার কারণে বাড়িতে হামলা বলে ফেসবুকে পোস্ট তৃণমূলের একাংশের নেতাদের। আরাবুল পুত্র হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল সহ একাধিক আরাবুল কাইজার অনুগামীরা এই লাইনেই ফেসবুকে পোস্ট করছেন। অভিযোগের তীর শওকত অনুগামীদের বিরুদ্ধে। 

উন্নয়নের পাঁচালির পর এবার উন্নয়নের সংলাপ কর্মসূচির জন্য বড় থেকে ছোট নেতাদের দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ে একপেশে হওয়ে থাকা কাইজার আহমেদ, হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল সহ একাধিক শওকাত বিরোধী গোষ্ঠীর নেতাদের নাম তৃণমূলের লিস্টে প্রকাশ পায়। সূত্রের খবর, শনিবার শওকাত বিরোধী তৃণমূল নেতারা জেলা সভাপতি শুভাশিষ চক্রবর্তীর বাড়িতে যান। তারপরেই রাতেই তৃণমূল নেতা অদুত মোল্লার বাড়িতে হামলা ও গালাগালি করা হয় বলে ফেসবুকে পোস্ট করে অভিযোগ করেছেন শওকত বিরোধী আরাবুল কাইজার অনুগামীদের। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তরজা তুঙ্গে উঠছে। 

এদিকে ভোটের আগে হাতে আর মেরেকেটে কয়েক মাস। তার আগে এ ঘটনা স্বভাবতই জেলা নেতৃত্বের কপালের ভাঁজ যে চওড়া করবে তা বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিককালে একাধিকবার ভাঙড়ে চরমে উঠেছে গোষ্ঠী-কোন্দল। উপরমহল থেকে দ্বন্দ্ব মিটিয়ে একযোগে চলার বার্তা এলেও ছবিটা যে খুব একটা বদলায়নি তা এ ঘটনা থেকেই স্পষ্ট বলেই মত ওয়াকিবহাল মহলের। এদিকে ভোটের আগে আবার ইতিমধ্যেই বড় দায়িত্ব পেয়ে গিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়-সহ চারটি বিধানসভার নতুন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।