Sandeshkhali: সন্দেশখালিতে রক্ত ঝরল পুলিশের, ফাটল মাথা!

অর্ণব ব্রহ্ম | Edited By: সায়নী জোয়ারদার

Jun 02, 2024 | 12:07 AM

Sandeshkhali: সূত্রের খবর, বেড়মজুর ভোলাপাড়ায় ভোটগ্রহণের শেষে একটি বুথের পাশে তৃণমূলের কর্মী সমর্থক, বিজেপি ও আইএসএফের কর্মী সমর্থকরা জড়ো হন বলে অভিযোগ। সেই সময় সেখানে কর্মরত ছিলেন সন্দেশখালি থানার এসআই সাগির গাজী।

Sandeshkhali: সন্দেশখালিতে রক্ত ঝরল পুলিশের, ফাটল মাথা!
মাথা ফাটল পুলিশের।
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: শেষ দফার ভোটে লাগাতার গোলমালের অভিযোগ উঠল সন্দেশখালি থেকে। শেষবেলায় মাথাও ফাটল পুলিশের! সন্দেশখালি থানার এসআই সাগির গাজীর উপর হামলার অভিযোগ উঠল সন্দেশখালির বেড়মজুর ভোলাপাড়া। শুক্রবার রাত থেকেই বেড়মজুরে অশান্তির অভিযোগ উঠেছে। ভোটপর্বে এর আগেও একাধিকবার শিরোনামে উঠে এসেছে বেড়মজুর। তবে ভোটের দিন সেখানে রক্ত ঝরল পুলিশের।

সূত্রের খবর, বেড়মজুর ভোলাপাড়ায় ভোটগ্রহণের শেষে একটি বুথের পাশে তৃণমূলের কর্মী সমর্থক, বিজেপি ও আইএসএফের কর্মী সমর্থকরা জড়ো হন বলে অভিযোগ। সেই সময় সেখানে কর্মরত ছিলেন সন্দেশখালি থানার এসআই সাগির গাজী।

সাগির গাজী লাঠি উঁচিয়ে গেলে, পাল্টা তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় তাঁর। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। অন্যান্য পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে সরবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, পরে সেখান থেকে ক্যানিং হাসপাতালে নিয়ে যায়।

Next Article