
বালিগঞ্জ: শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন বন্ধ। ভোগান্তিতে নিত্য যাত্রীরা। বালিগঞ্জের কাছে ওভারহেডের তার ছিঁড়ে যাওযায় বিপত্তি। শনিবার ট্রেন চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে যায়। শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন কোনও লাইনেই ট্রেন চলছে না। শুধুমাত্র বজবজ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক। এর ফলে লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, বারুইপুর, সোনারপুরগামী লোকাল ট্রেন আটকে পড়ে বিভিন্ন স্টেশনে।
শনিবার সকালের দিকে দক্ষিণ শাখায় নির্দিষ্ট সময়েই ট্রেন চলছিল। সকালে দশটার একটু আগে বালিগঞ্জের কাছে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। বালিগঞ্জ প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে পড়ে শিয়ালদাগামী ট্রেন। পিছনের স্টেশনগুলিতেও ট্রেন দাঁড়িয়ে যায়। ব্যস্ত সময়ে ট্রেনের মধ্যেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় নিত্যযাত্রীদের। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও সমস্যার সমাধান না হওয়ায়, পরে দেখা যায় অনেকেই লাইন ধরে হাঁটতে শুরু করেছেন।
কেউবা বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ বা লাইন ধরে হেঁটে কিছু দূর গিয়ে বাসে ওঠার চেষ্টা করছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, রেল কর্মীরা ঘটনাস্থলে এসেছেন। রেলের আধিকারিকরাও এসেছেন। তবে এখনও মেরামতির কাজ চলছে। বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। আপাতত বজবজ শাখাতেই কেবলমাত্র সময়ে ট্রেন যাচ্ছে।