Bangladesh News: ভারতের জলসীমায় ঘুরঘুর করছিল ট্রলার নিয়ে, সীমা অতিক্রম করতেই বাংদেশিদের বুঝিয়ে দিল ভারতীয় বাহিনী
Bangladesh: জানা গিয়েছে, আটক ট্রলারটির নাম 'এফবি সাফওয়ান'। উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ফ্রেজারগঞ্জ ঘাঁটির কোস্ট গার্ডের একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছে টহল দিচ্ছিল। সেই সময় ভারতীয় জলসীমার ভিতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি ট্রলার নজরে আসে।

দক্ষিণ ২৪ পরগনা: বাংলায় যখন এসআইআর (SIR) আবহ চলছে, সেই সময় আবার ভারতের জলসীমায় অতিক্রম করে ঢুকে পড়ল বাংলাদেশি ট্রলার। সঙ্গে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক করে ট্রলারটিকে। ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়। এর আগেও এইভাবে ভারতের জলসীমায় ঢুকে পড়ার জন্য আটক করা হয়েছিল একাধিক ট্রলারকে।
জানা গিয়েছে, আটক ট্রলারটির নাম ‘এফবি সাফওয়ান’। উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ফ্রেজারগঞ্জ ঘাঁটির কোস্ট গার্ডের একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছে টহল দিচ্ছিল। সেই সময় ভারতীয় জলসীমার ভিতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি ট্রলার নজরে আসে। ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। তল্লাশিতে ২৪ জন মৎস্যজীবীকে আটক করা হয়। যাঁরা সকলেই বাংলাদেশের বাসিন্দা।
এরপর সোমবার ট্রলার ও ধৃতদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তাঁদের তুলে দেওয়া হয়েছে। বিনা অনুমতিতে অনুপ্রবেশ ও অবৈধ মৎস্য শিকারের অভিযোগে মামলা রুজু হয়েছে। আগামিকাল ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। আটক হওয়া এক বাংলাদেশি ব্যক্তি বলেন, “আমরা ভেসে গিয়েছিলাম। ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল। আশপাশে আরও একটি ট্রলার ছিল আমাদের দেশের। কিন্তু ওরা ছেড়ে চলে গিয়েছিল। তারপরই আমাদের কোস্টগার্ড আটক করে। আমরা তো বুঝতেই পারিনি।”
