সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেই… আটক ৩৫ বাংলাদেশি

Bangladeshi trawler: নিরাপত্তা বিধি মেনে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজে করে আটক ট্রলার দু’টিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জের দিকে নিয়ে আসা হচ্ছে। সেখানে পৌঁছনোর পর উপকূল থানার পুলিশের হাতে ট্রলার ও নাবিকদের তুলে দেওয়া হবে। পুরো ঘটনাটি ঘিরে উপকূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেই... আটক ৩৫ বাংলাদেশি
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 17, 2025 | 11:39 PM

কাকদ্বীপ:  ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমার (আইএমবিএল) কাছে ফের অনুপ্রবেশের অভিযোগে দুটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। গত ১৬ ডিসেম্বর গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় উপকূলরক্ষী বাহিনী ‘সাবিনা–১’ এবং ‘রুপাচি সুলতানা’ নামে দুই বাংলাদেশি ট্রলারকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়।

উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, ‘সাবিনা–১’ ট্রলারে মোট ১১ জন এবং ‘রুপাচি সুলতানা’ ট্রলারে ২৪ জন নাবিক ছিলেন। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে দুইটি ট্রলার সহ মোট ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়।

এরপর নিরাপত্তা বিধি মেনে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজে করে আটক ট্রলার দু’টিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জের দিকে নিয়ে আসা হচ্ছে। সেখানে পৌঁছনোর পর উপকূল থানার পুলিশের হাতে ট্রলার ও নাবিকদের তুলে দেওয়া হবে। পুরো ঘটনাটি ঘিরে উপকূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

গত নভেম্বর মাসেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগে বাংলাদেশের ২৯ জন মৎস্যজীবী-সহ আটক করা হয় ‘এফবি আমিনা গণি’ নামক একটি ট্রলারকে। ট্রলারটিতে ২৯ জন মৎস্যজীবী ছিলেন। বাংলাদেশিদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা বলে পুলিশকে জানায়।