Sundarban: বাঘের জঙ্গলে ওরা কারা! বাংলাদেশ সীমান্তে টহল দিতেই ধরা পড়ল একে একে

Sundarban: পুলিশের জেরায় জানা গিয়েছে, বাংলাদেশের সাতক্ষীরা, ফরিদপুর, ঢাকা, সিলেট সহ বিভিন্ন এলাকা থেকে এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা তিন দিন আগে নদীপথে রওনা দিয়েছিল এ দেশে ঢোকার জন্য।

Sundarban: বাঘের জঙ্গলে ওরা কারা! বাংলাদেশ সীমান্তে টহল দিতেই ধরা পড়ল একে একে
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 15, 2025 | 4:39 PM

গোসাবা: সুন্দরবনের জলপথে বিএসএফের নজর এড়িয়ে গোপনে ভারতে ঢোকার পথে গ্রেফতার মহিলা, শিশু সহ ২৪ জন। গোপন সূত্রে খবর পেয়ে বাঘের জঙ্গল থেকে ওই বাংলাদেশিদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় অবৈধভাবে বাংলাদেশিরা এদেশে প্রবেশ করছে। আর সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারত-বাংলাদেশ জল সীমানার কাছাকাছি চিলমারি খাল এলাকায় টহলদারি শুরু করে পুলিশ।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ওই নদীপথে টহলদারি চলছিল। সেই সময়ই তাদের নজরে আসে যে বাঘের জঙ্গলে মানুষের আনাগোনা বাড়ছে। এরপরই সেখানে গিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সহায়তায় অবৈধভাবে চলে আসা বাংলাদেশিদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ১১ জন মহিলা, ৯ জন পুরুষ ও চারজন শিশু।

পুলিশের জেরায় জানা গিয়েছে, বাংলাদেশের সাতক্ষীরা, ফরিদপুর, ঢাকা, সিলেট সহ বিভিন্ন এলাকা থেকে এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা তিন দিন আগে নদীপথে রওনা দিয়েছিল এ দেশে ঢোকার জন্য। ঢোকার পথ হিসেবে ব্যবহার করেছিল তারা সুন্দরবনের জলপথ।

বিএসএফ,বন দফতর এবং উপকূল থানার পুলিশের নজর এড়াতেই ওই দলটি বাঘের জঙ্গলে আশ্রয় নিয়েছিল। তারা অপেক্ষা করছিল, এদেশে ঢোকানোর কাজে নিযুক্ত দালালদের নৌকার জন্য। কিন্ত তার আগেই পুলিশের হাতে গ্রেফতার হয়ে যায় ওই অবৈধ বাংলাদেশিরা।