
দক্ষিণ ২৪ পরগনা: দু’দিন পেরিয়ে গিয়েছে। বারুইপুরের মল্লিকপুরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার খাল থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ফিরোজ লস্কর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার বিকাল থেকেই নিখোঁজ ছিল বারুইপুর থানার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর লস্কর পাড়ার বছর ২৯ এর ফিরোজ লস্কর। সোমবার রাতেই বারুইপুর থানায় পরিবারের লোকজন নিখোঁজ ডায়েরি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালেই বারুইপুর থানার মল্লিকপুর আকনা কাটাখালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে পথ চলতি মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। ফিরোজের পরিবারের লোককেও খবর দিলে সেখানে গিয়ে তারা দেহ শনাক্ত করে।
সূত্রের খবর, ফিরোজ সোনারপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে হকারি করতেন।ময়নাতন্ত্রের জন্য দেহটি নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ। খুন না দুর্ঘটনা, তার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, রবিবার সকালে কাজে বেরিয়েছিলেন ফিরোজ। তারপর দুপুরে ফোন করে জানায় দেরিতে ফিরবে। আফতাব বলে এক বন্ধুর সঙ্গে বাইকে বেরিয়ে গিয়েছিলেন। বিকালের পরে আর তাঁর ফোনে যোগাযোগ করা যায়নি।
আফতাব পরে জানিয়েছিলেন, তিনি তাঁকে এক জায়গায় নামিয়ে চলে গিয়েছেন। পরিবারের লোকজনের দাবি, খুন করা হয়েছে ফিরোজকে। আফতাবকে ধরলে সব জানা যাবে। পুলিশ এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের স্ক্যানারে রয়েছেন আফতাবও। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের কথা ভাবছে পুলিশ।