Canning: স্ত্রী’কে চড় মারার শাস্তি! জামাইকে মেরে হাত-পা বেঁধে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
Canning: গত বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মোফিজুল। সেই সময় রাতে তিনি তাঁর স্ত্রীকে একা বাড়ির বাইরে ঘুরতে দেখেন।
ক্যানিং: জামাইয়ের হাত পা বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার বাসিন্দা মোফিজুল মোল্লার অভিযোগ, রাগের বশে স্ত্রীকে চড় মেরেছিলেন তিনি। তারপরই তাঁর ওপর চড়াও হয় শাশুড়ি ও অন্যান্যরা। শুধু মারধরই নয়, পরে তাঁর হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল বলেও অভিযোগ ওই যুবকের। তিনি জানিয়েছেন এক আত্মীয় তাঁর হাত-পা খুলে দেন। তাঁর করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ক্যানিং থানার অন্তর্গত দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামের বাসিন্দা মোফিজুল মোল্লার সঙ্গে বছর ১৪ আগে বিয়ে হয় দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া গ্রামের বাসিন্দা এসমার। এসমা ও মোফিজুলের এক কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে।
গত বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মোফিজুল। যুবকের অভিযোগ, সেই সময় রাতে তিনি তাঁর স্ত্রীকে একা বাড়ির বাইরে ঘুরতে দেখেন। কেন তিনি একা ঘুরছেন, তা জানতে চান তিনি। স্ত্রীর কাছ থেকে কোনও উত্তর না পেয়ে রাগের বশে স্ত্রীকে চড় মারেন।
অভিযোগ এরপরই তাঁর শাশুড়ি সাফাজান মোল্লা তাঁর ওপর চড়াও হন। সঙ্গে ছিলেন তাঁর চার কাকাশ্বশুর ছমির, সিরাজ, জাকির ও বাপ্পা মোল্লা। হাত – পা বেঁধে বেধড়ক মারধর করা হয় মোফিজুলকে। পরে পাশের একটি খালে ফেলে রেখে চলে যান বলে দাবি যুবকের।
ঘটনার কথা জানতে পেরে মোফিজুলের মামাতো বোন সানা মোল্লা ছুটে যান। রাতের অন্ধকারে বাঁধন খুলে বাড়ির লোকজনদেরকে ঘটনার কথা জানান। এরপর মোফিজুলকে উদ্ধার করে তাঁর পরিবারের লোকজন চিকিৎসার জন্য নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে। মোফিজুলের আরও অভিযোগ, নগদ ১০ হাজার টাকা ও মোটর বাইকটিও কেড়ে নেওয়া হয়েছে। ক্যানিং থানায় শুক্রবার রাতেই অভিযোগ দায়ের করা হয়েছে।