Bike stolen : মালিক সেজে বাইক চুরি, যাওয়ার সময় গ্যারেজ মালিককে টাকাও দিয়ে গেল চোর

Bike stolen : জয়নগরে পাবলিক গ্যারেজ থেকে বাইকের মালিক সেজে বাইক চুরি, সিসিটিভি ফুটেজ দেখে উদ্ধার চোরাই বাইক।

Bike stolen : মালিক সেজে বাইক চুরি, যাওয়ার সময় গ্যারেজ মালিককে টাকাও দিয়ে গেল চোর
সিসিটিভি ক্যামেরার ফুটেজ

| Edited By: জয়দীপ দাস

Mar 05, 2023 | 11:58 AM

জয়নগর : মালিক গ্যারেজ থেকে বাইক নিয়ে পালিয়ে ছিল। শেষে শুধুমাত্র সিসি ক্যামেরার সূএ ধরেই চুরির কিনারা করল জয়নগর থানার পুলিশ (Police)। বহড়ুর স্টেশন মোড়ের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে চুরি (Bike Theft) হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ। তবে চোর পলাতক। গত ২৬ ফেব্রুয়ারি জয়নগর থানার বহড়ু স্টেশন মোড়ের একটি মোটর সাইকেল গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে যায় বলে জানা যায়। এমনকী গ্যারেজে ঢুকে বাইকের তালা ভেঙে বাইক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় গ্যারেজ মালিকের হাতে চোর টাকা পর্যন্ত দিয়ে যায় বলে খবর। তখনও পর্যন্ত তার আচরণে কোনও সন্দেহই হয়নি গ্যারেজ মালিকের। ভাবেন তিনিই আসল মালিক। এদিকে শেষে বাইরের আসল মালিক গ্যারেজে বাইক নিতে গিয়ে অবাক হয়ে যান। গাড়ি না দেখতে পেয়ে তাঁর মাথায় হাত পড়ে। গ্যারেজ মালিককে ঘটনাটি জানান। পুরো ঘটনা শুনে থ হয়ে যান গ্যারেজ মালিক।

এরপরই সোজা পুলিশের দ্বারস্থ হন তিনি। দায়ের করেন গাড়ি চুরির অভিযোগ। তদন্তে নামে জয়নগর থানার পুলিশ। খতিয়ে দেখা হয় গ্যারেজের সিসিটিভি ফুটেজ। ফুটেজ দেখেই চোর ও মোটরসাইকেলটিকে চিহ্নিত করা হয়। তদন্তের সূএ ধরেই এদিন কুলতলি থানা এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ। তবে বাইক চোরের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিকে তৎপরতার সঙ্গে বাইকটি উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন গ্যারেজ মালিক। আপ্লুত বাইকের মালিকও। 

গ্যারেজ মালিক সৌম্যজিৎ পোদ্দার বলেন, “আমাদের গ্যারেজ থেকেই বাইটি চুরি হয়ে গিয়েছিল। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বুঝতে পেরেছিলাম ঘটনার কথা। তারপর জয়নগর থানার দ্বারস্থ হয়েছিলাম। পুলিশ এখন তদন্ত করে গাড়ি উদ্ধার। তবে চোর পালিয়েছে। গাড়িটা উদ্ধার করে দেওয়ার জন্য পুলিশকে অনেক ধন্যবাদ জানাই।”