Biman Banerjee: ‘আদালত যদি কোনও অবাস্তব নির্দেশ দেয়, সেটা পালন করার দায়িত্ব আমাদের নয়’, ২১ জুলাইয়ে হাইকোর্টের শর্ত প্রসঙ্গে বললেন বিমান

Biman Banerjee: শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছে, মিছিল বের করতে হবে সকাল ৮টার আগে। হাইকোর্টের শর্ত হল, সব মিছিল সকাল ৮টার আগে বের করতে হবে। সকাল ৯ টা থেকে সকাল ১১ পর্যন্ত যাতে কোনও যানজট না তৈরি হয়, সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Biman Banerjee: আদালত যদি কোনও অবাস্তব নির্দেশ দেয়, সেটা পালন করার দায়িত্ব আমাদের নয়, ২১ জুলাইয়ে হাইকোর্টের শর্ত প্রসঙ্গে বললেন বিমান
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 18, 2025 | 10:40 PM

দক্ষিণ ২৪ পরগনা:  তৃণমূলের শহিদ দিবস ‘একুশে জুলাই’এ এবার প্রথম বিশেষ শর্ত পালনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু ‘অবাস্তব’ এই নির্দেশ মানা সম্ভব নয়-বলে জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

কলকাতা হাইকোর্ট ২১ জুলাই কর্মসূচিকে শর্তসাপেক্ষ অনুযায়ী যে নির্দেশ দিয়েছে।সেই প্রসঙ্গ নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে, তা আমার জানা নেই। তবে যদি কোনও অবাস্তব রায় দেন কোন বিচারপতি, সেই নির্দেশ কনফর্ম করার দায়িত্ব নয়। আদালতের রায়ের সমালোচনা করা উচিত নয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছি, আমাদের আইনজীবীরা কথা বলছেন। ”  শুক্রবার বারুইপুরের ‘ধর্মতলা চলো’ মিছিলে নেতৃত্ব দেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। তখনই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।

উল্লেখ্য,  শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছে, মিছিল বের করতে হবে সকাল ৮টার আগে। হাইকোর্টের শর্ত হল, সব মিছিল সকাল ৮টার আগে বের করতে হবে। সকাল ৯ টা থেকে সকাল ১১ পর্যন্ত যাতে কোনও যানজট না তৈরি হয়, সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত হাইকোর্টের কাছে, মধ্য কলকাতার ৫ কিলোমিটারের মধ্যে যেন যানজট না হয়, তা দেখতে হবে পুলিশ কমিশনারকে। সকাল ১১টার পর ফের মিছিল বের হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।