
কাকদ্বীপ: প্রতিদিনের মতো সকালে জমির আশপাশে ঘোরাফেরা করছিলেন এলাকার বাসিন্দারা। হঠাৎই একটা শব্দ শুনে বুক কেঁপে ওঠে তাদের। একটু খোঁজ করে তারা দেখে, আওয়াজটা আসছে মাটির তলা থেকে। কী এমন ঘটছে বুঝে উঠতে পারেন না কেউ। এমনকী শব্দটা কিছুতেই থামছে না। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের উত্তর চন্দননগর এলাকায়।
এদিন সকালে আচমকা ওই ফাঁকা ধান জমিতে মাটির নীচ থেকে কিছু শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পর তাঁরা দাবি করেন, সেখান থেকে দুর্গন্ধযুক্ত গ্যাস বের হচ্ছে। ঘটনার খবর চাউর হতেই আশপাশের এলাকার লোকজন ভিড় জমান ঘটনাস্থলে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যায় কাকদ্বীপ ব্লক প্রশাসনের কয়েকজন অধিকারিক। জায়গাটি লাল ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়।
আধিকারিকদের অনুমান, মাটির তলায় গ্যাস জমে থাকার কারণে এই শব্দ শোনা যেতে পারে। এক আধিকারিক বলেন, কাছেই নদী আছে, জলের স্রোত যদি বইতে পারে মাটির তলা দিয়ে। সে ক্ষেত্রে এরকম আওয়াজ হতে পারে। আরও একটি কারণ হতে পারে যে মাটির তলা থেকে কোনও বিষাক্ত গ্যাস ঠেলে উপরের দিকে ওঠার চেষ্টা করছে।
এলাকার মানুষজন জানিয়েছেন, ওই এলাকায় আগে ওএনজিসি ড্রিলিং করত। সেই সময় তৈরি হওয়া গর্ত মাটির তলায় থেকে গিয়েছে বলেও অনুমান প্রশাসনিক আধিকারিকদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ১৮-১৯ বছর আগে ওএনজিসি এই ড্রিলিং করত। মাটির তলায় গ্যাস খোঁজার চেষ্টা হয়েছিল। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে হয়েছেন। বর্তমানে ওই জায়গা ঘিরে রেখেছে হারুউড পয়েন্ট উপকূল থানার পুলিশ।