Agnimitra Paul: আমরা রাষ্ট্রবাদী মুসলমানদের সঙ্গেও আছি: অগ্নিমিত্রা

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 20, 2025 | 9:54 AM

Agnimitra Paul: বস্তুত, বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে শুভেন্দুর মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ১০০ মিটারের মধ্যে একই সময়ে বিজেপি ও তৃণমূলের মিছিল। স্লোগান,পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। একই সঙ্গে উঠতে থাকে 'জয় শ্রীরাম' আর 'জয় বাংলা' স্লোগান।

Follow Us

ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি! এই অভিযোগ বরাবরই করে থাকে বাকি রাজনৈতিক দলগুলি। তৃণমূল-কংগ্রেস-সিপিএম-কে আকছাড় এই কথা বলতে শোনা যায়। এক সময় খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, “আমি হিন্দুদের বিধায়ক।” তাঁর সেই বক্তব্যে কম বিতর্ক হয়নি। তবে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বুঝিয়ে দিলেন, তাঁরা শুধু হিন্দুদের পক্ষে তা নয়, রাষ্ট্রবাদী মুসলিমদের পাশেও আছে বিজেপি।

আমরা রাষ্ট্রবাদী মুসলমানদের সাথেও আছি: অগ্নিমিত্রা | #Shorts | #TV9D

বস্তুত, বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে শুভেন্দুর মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ১০০ মিটারের মধ্যে একই সময়ে বিজেপি ও তৃণমূলের মিছিল। স্লোগান,পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। একই সঙ্গে উঠতে থাকে ‘জয় শ্রীরাম’ আর ‘জয় বাংলা’ স্লোগান। শুভেন্দুর সঙ্গে সেই সময় গতকাল ছিলেন অগ্নিমিত্রা পাল। সেখান থেকে বিজেপি বিধায়ক বলেন, “আমাদের কালো পতাকা দেখানো হচ্ছে। কারণ আমরা সনাতনী হিন্দুর পক্ষে। আমরা কিন্তু রাষ্ট্রবাদী মুসলমানদের সঙ্গেও আছি। তবে যদি অন্যায় হয়, তার বিরুদ্ধে আওয়াজ তুলব। যদি কেউ ভাবে কালো পতাকা দেখে আমাদের সরিয়ে দেবে তাহলে সে এটা বিজেপি নয়।”

প্রসঙ্গত, গতকাল শুভেন্দু অভিযোগ করেন বিধানসভা অধিবেশনে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। সেই অভিযোগ তুলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুরে যান তিনি। সেখানেই গণ্ডগোল শুরু হয়।

 

ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি! এই অভিযোগ বরাবরই করে থাকে বাকি রাজনৈতিক দলগুলি। তৃণমূল-কংগ্রেস-সিপিএম-কে আকছাড় এই কথা বলতে শোনা যায়। এক সময় খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, “আমি হিন্দুদের বিধায়ক।” তাঁর সেই বক্তব্যে কম বিতর্ক হয়নি। তবে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বুঝিয়ে দিলেন, তাঁরা শুধু হিন্দুদের পক্ষে তা নয়, রাষ্ট্রবাদী মুসলিমদের পাশেও আছে বিজেপি।

বস্তুত, বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে শুভেন্দুর মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ১০০ মিটারের মধ্যে একই সময়ে বিজেপি ও তৃণমূলের মিছিল। স্লোগান,পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। একই সঙ্গে উঠতে থাকে ‘জয় শ্রীরাম’ আর ‘জয় বাংলা’ স্লোগান। শুভেন্দুর সঙ্গে সেই সময় গতকাল ছিলেন অগ্নিমিত্রা পাল। সেখান থেকে বিজেপি বিধায়ক বলেন, “আমাদের কালো পতাকা দেখানো হচ্ছে। কারণ আমরা সনাতনী হিন্দুর পক্ষে। আমরা কিন্তু রাষ্ট্রবাদী মুসলমানদের সঙ্গেও আছি। তবে যদি অন্যায় হয়, তার বিরুদ্ধে আওয়াজ তুলব। যদি কেউ ভাবে কালো পতাকা দেখে আমাদের সরিয়ে দেবে তাহলে সে এটা বিজেপি নয়।”

প্রসঙ্গত, গতকাল শুভেন্দু অভিযোগ করেন বিধানসভা অধিবেশনে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। সেই অভিযোগ তুলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুরে যান তিনি। সেখানেই গণ্ডগোল শুরু হয়।