Suvendu Adhikari: রকেটের থেকে বেশি গতি বেড়েছে সম্পত্তি! সোনারপুরের সভা থেকে তৃণমূল বিধায়কদের আক্রমণ শুভেন্দুর

রবিবার বিকেলে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর কদমতলা এলাকা থেকে একটি পদযাত্রা করেন শুভেন্দু। পদযাত্রা শেষ হয় সোনারপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে। সেখানেই আয়োজিত প্রতিবাদ সভায় এভাবেই শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে আক্রমনাত্মক বার্তা দেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari: রকেটের থেকে বেশি গতি বেড়েছে সম্পত্তি! সোনারপুরের সভা থেকে তৃণমূল বিধায়কদের আক্রমণ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2023 | 7:50 AM

সোনারপুর: সোনারপুর স্টেশন রোডে রবিবার সভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে ওই এলাকার তৃণমূল নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দুর অভিযোগ, সোনারপুরের উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগমের সম্পত্তি রকেটের থেকেও বেশি দ্রুত গতিতে বেড়েই চলেছে। সোনারপুরে একাধিক সম্পত্তি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা বেনামে কিনেছেন বলে অভিযোগ শুভেন্দুর। এই দাবির সমর্থনে প্রমাণও দেখিয়েছেন তিনি। তা দেখিয়ে তৃণমূলে বিধায়কদের উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা। এসবের পাশাপাশি সোনারপুর দক্ষিনের বিধায়ক লাভলি মৈত্রকেও একের পর এক বাক্য বাণে বিদ্ধ করেন শুভেন্দু। এই এলাকার প্রাক্তন বিধায়ক তৃণমূলের জীবন মুখোপাধ্যায়কে পরিকল্পনা করে সরিয়ে দেওয়ার পিছনেও লাভলির হাত রয়েছে বলে দাবি করেন তিনি।

রবিবার বিকেলে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর কদমতলা এলাকা থেকে একটি পদযাত্রা করেন শুভেন্দু। পদযাত্রা শেষ হয় সোনারপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে। সেখানেই আয়োজিত প্রতিবাদ সভায় এভাবেই শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে আক্রমনাত্মক বার্তা দেন বিরোধী দলনেতা।

তবে শুভেন্দুর সভার পরেই আসরে নামে সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। শুভেন্দুর সভার পর সোনারপুর স্টেশন সংলগ্ন এলাকায় গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ অভিযানে নেমেছিলেন লাভলি। শুভেন্দু দু্র্নীতিতে জড়িয়ে। নারদা কাণ্ডের প্রসঙ্গ টেনে শুভেন্দুর টাকা নেওয়ার বিষয়টিও রাজ্যের মানুষ দেখেছে বলে কটাক্ষ করেন। এর পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকা পালনে শুভেন্দু ব্যর্থ বলেও কটাক্ষ করেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক।