Sonarpur Stage Vandalism: ‘১০-১৫ বছরে এত উন্নয়ন করলে সন্ত্রাস চালাচ্ছে কেন?’ সোনারপুরে বিজেপি কর্মীদের বেধড়ক মার শাসকদলের
Sonarpur: অভিযোগ, সোমবার বৈকালে জগদীশপুর হ্যাচারিমোড়ে বিজেপির মঞ্চ ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা।
সোনারপুর: রাজ্যের চার পুরসভার ফল ঘোষণার পর থেকেই আলাদাই আত্মবিশ্বাস এসে গিয়েছে শাসকদলের মনে। কারণ পুরভোটে রীতিমত সবুজ ঝড়ে কাহিল হয়ে পড়েছে বিরোধীরা। যদিও তারা বারবার সন্ত্রাসের অভিযোগ করেছে। কখনও ছাপ্পা, কখনও বা ভোট লুঠ, কখনও আবার জনসাধারণকে ভোট দিতে না পারার মত একাধিক অভিযোগ তারা এনেছে। যদিও সব অভিযোগই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে শাসকদল। এদিকে আর কয়েকদিন। তারপরই আবার দ্বিতীয় দফার ভোট। সেই ভোটে যাতে হাতের বাইরে না বের হয় সেই কারণে যথেষ্ঠ তৎপর বিরোধীরা। জমিয়ে প্রচারে করছে তারা। সেই রকমই সোমবার সোনারপুরে প্রচার করছিল বিজেপি। অভিযোগ হঠাৎ অতর্কিতে হামলা চালায় গেরুয়া শিবির।
রাজপুর-সোনারপুর পুর সভার ১১ নং ওয়ার্ড। অভিযোগ, সোমবার বৈকালে জগদীশপুর হ্যাচারিমোড়ে বিজেপির মঞ্চ ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এমনকী বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় সন্ধ্যায় সোনারপুর থানার সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অপরাধীদের শাস্তির দাবি তোলে তারা। লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনারপুর থানায়। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
ঘটনার বিষয়ে এক বিজেপি কর্মী বলেন, “সোনারপুরে এর আগেও ভোট হয়েছে। কখনও এমন হয় না। যদি দশ থেকে পনেরো বছরে এত উন্নয়ন করে থাকে তাহলে কেন সন্ত্রাস চালাবে? বাইরে থেকে কেন এথ লোক নিয়ে আসতে হচ্ছে? বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে। বিরোধীদের কোনও পোস্টার-ফেস্টুন লাগাতে দেওয়া হচ্ছে না। আমরা থানা থেকে অনুমতি নিয়েছিলাম তা সত্ত্বেও স্টেজ পুরো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের কার্যকর্তাদের মারধর করা হয়েছে।”