
মুচিপাড়া: হাতে এনুমারেশন ফর্ম। কোলে একরত্তি সন্তান। শীতের সন্ধ্যায় এভাবেই বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে দেখা গেল এক মহিলা বিএলও-কে। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের মুচিপাড়া এলাকার ৯৮ নম্বর বুথের ঘটনা।
ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের কাজ শুরু হয়ে গিয়েছে। বুথ লেভেল এজেন্টদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসারেরা। তবে হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের মুচিপাড়া এলাকার ৯৮ নম্বর বুথে দেখা গেল এক অন্য ছবি। সেখানকার বিএলও পারমিতা হালদার শীতের সন্ধ্যায় তাঁর পাঁচ বছরের পুত্র সন্তান সাহেবকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছেন এনুমারেশন ফর্ম বিলি করতে।
মায়ের সঙ্গে কখনও পায়ে হেঁটে, কখনও আবার কোলে চড়ে বাড়ি বাড়ি যাচ্ছে ওই শিশু। কেন এভাবে ছোট সন্তানকে নিয়ে কাজে বেরোতে হল পারমিতা হালদারকে? জানা গিয়েছে বিএলও পারমিতা পেশায় স্কুল শিক্ষিকা। তাঁর স্বামীও একই পেশায় রয়েছেন। দু’জনে কাজে বেরোলে ফ্ল্যাটে তাঁদের সন্তানকে দেখার জন্য আয়া রয়েছে। কিন্তু বিকেলের পর সেই আয়া বাড়ি চলে যান। এই সময়ের পর ছেলেকে দেখার কেউ নেই, তাই তাকে নিয়ে বেরিয়ে পড়েন ফর্ম দিতে।
পারমিতা জানান,তাঁর তার বুথে প্রায় ১৪০০ ভোটার। সকালে-দুপুরে ফর্ম দিলে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে না। তাই সন্ধেয় কাজ করছেন। বুথ লেভেল এজেন্ট ও এলাকার মানুষজন বিএলও-র কাজে খুশি। বিভিন্ন জায়গায় যখন দেখা যাচ্ছে, ক্লাবে বা বাড়িতে কিংবা রাস্তায় বসে কাজ করছেন কিছু বিএলও, তখন এমন একজন বিএলও-র কাজে খুশি এলাকাবাসী।