Canning: বিবাহ বহির্ভূত সম্পর্ক! স্ত্রীকে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Canning: এখন আতঙ্কিত ওই গৃহবধূ। পরে এই ঘটনাটি জানতে পেরে ক্যানিং থানার পুলিশ ওই মহিলার স্বামীকে গ্রেফতার করেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তদন্ত করে দেখছে ক্যানিং থানার পুলিশ।

Canning: বিবাহ বহির্ভূত সম্পর্ক! স্ত্রীকে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
নিগৃহীতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 23, 2023 | 5:04 PM

দক্ষিণ ২৪ পরগনা: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। গৃহবধূর হাত বেঁধে মারধর ও ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের হাটপুকুরিয়ায়।

স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগ, ওই মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে একটি যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। রবিবার রাতে যুবকটি ওই মহিলার বাড়িতে গেলে শ্বশুর বাড়ির লোকজন ও গ্রামবাসীরা তাঁদেরকে হাতেনাতে ধরে ফেলেন।

তারপরই গ্রামবাসীরা তাঁদের ওপর চড়াও হয়। অভিযোগ, ওই মহিলাকে হাত বেঁধে বেধড়ক মারধর করে শেষে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এই ঘটনাতে শোরগোল পড়ে যায় ওই এলাকায়। পরে ওই মহিলা শ্বশুর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান।

এখন আতঙ্কিত ওই গৃহবধূ। পরে এই ঘটনাটি জানতে পেরে ক্যানিং থানার পুলিশ ওই মহিলার স্বামীকে গ্রেফতার করেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তদন্ত করে দেখছে ক্যানিং থানার পুলিশ।

যদিও নির্যাতিতা মহিলার বক্তব্য, তাঁর স্বামী বেশ কয়েক বছর আগে অন্য এক মহিলাকে বিয়ে করে অন্যত্র থাকছিলেন। স্বামী ও তাঁর বাড়ির লোকজন চক্রান্ত করে মিথ্যা বদনাম দিয়ে এই অত্যাচার করা হয়েছে।