ক্যানিং: বুধবার গভীর রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল গৃহবধূ ছালিমা লস্কর সর্দারের দেহ। কেউ এসে গুলি চালিয়েছে এমনই পুলিশকে জানায় মৃতার স্বামী। তবে তদন্ত এগোতেই হাতেনাতে ধরা পড়ল সবটা। নিজের স্ত্রীকে খুনের দায়ে গ্রেফতার স্বামী। রবিবার খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে ক্যানিং থানার পুলিশ।
উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত হাট পুকুরিয়া গ্রাম। সেখানে গত বুধবার গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় ছালিমার দেহ। এই ছালিমার সঙ্গে তাঁর স্বামী বাবুরালি সর্দারের বিয়ে হয় বছর সাতেক আগে। দম্পতির পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বুধবার আচমকা রাত দুটো নাগাদ গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পুলিশের দাবি, তখন থেকেই বাবুরালি গল্প ফাঁদতে শুরু করে। জানা গিয়েছে, তিনি নিজেই গুলি করে খুন করে প্রতিবেশী এবং পুলিশকে জানায় দুষ্কৃতীরা এসে গুলি চালিয়েছে মেরে ফেলেছে তাঁর স্ত্রীকে।
এ দিকে, তদন্ত শুরু হতেই বাবুরালিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়তেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার। জেরায় তিনি স্বীকার করে নেন স্ত্রীকে খুন করছেন তিনি নিজেই।
পুলিশ সূত্রে খবর, সাংসারিক অশান্তি এবং পণের জন্য দীর্ঘদিন ধরেই ছলিমা এবং বাবুরালির অশান্তি হয়। তার থেকেই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান পুলিশের।