Canning: ‘একটু ভুল বলে ফেলেছিলাম….’ কাশ্মীর ঘুরতে গিয়ে শাশুড়ি-বউমার ঝগড়া, মাকে ফেলে রেখে এসেই শিক্ষা দিলেন ছেলে

Abhigyan Naskar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 31, 2024 | 11:40 AM

Canning: আনারি শেখ নামে ওই মহিলা ক্যানিং থানার মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুজিপাড়ার বাসিন্দা। কিছুদিন আগে তিনি তাঁর ছেলে সাহেব শেখ ও তাঁর বউমার সঙ্গে কাশ্মীরে গিয়েছিলেন। বেশ কিছুদিন তাঁরা সেখানে একসঙ্গেই থাকেন।

Canning: একটু ভুল বলে ফেলেছিলাম.... কাশ্মীর ঘুরতে গিয়ে শাশুড়ি-বউমার ঝগড়া, মাকে ফেলে রেখে এসেই শিক্ষা দিলেন ছেলে
কাশ্মীরে এই মহিলাকে ছেড়ে রেখে আসেন তাঁর ছেলে
Image Credit source: TV9 Bangla

Follow Us

ক্যানিং: মা নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন ছেলে-বউমা। কিন্তু যখন ক্যানিংয়ের বাড়িতে ফিরলেন তখন ফিরলেন দু’জন। মা কেন আসেননি? প্রশ্ন করেছিলেন প্রতিবেশীরা। ছেলে-বউমা কারোর উত্তরই সেভাবে সুবিধাজনক লাগেনি প্রতিবেশীদের কাছে। তাই তাঁরাই খবর দেন থানায়। তদন্তে নামে পুলিশ। এরপর পুলিশ হানা দেয় কাশ্মীরে। সেখান থেকে বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আনারি শেখ নামে ওই মহিলা ক্যানিং থানার মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুজিপাড়ার বাসিন্দা। কিছুদিন আগে তিনি তাঁর ছেলে সাহেব শেখ ও তাঁর বউমার সঙ্গে কাশ্মীরে গিয়েছিলেন। বেশ কিছুদিন তাঁরা সেখানে একসঙ্গেই থাকেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, কয়েকদিন আগে সাহেব তাঁর স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। কিন্তু তাঁর মাকে সঙ্গে নিয়ে ফেরেননি। প্রতিবেশীরা তাঁদের জিজ্ঞাসা করলে ঠিকঠাক উত্তর দিতে পারেননি কেউ।

প্রতিবেশীরা সন্দেহ করতে থাকেন, কাশ্মীরে হয়তো মাকে বিক্রি করে দিয়েছে এসেছেন ছেলে-বউমা। ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার তদন্ত করতে নেমে মঙ্গলবার রাতে কাশ্মীর থেকে আনারি শেখ নামের ওই মহিলাকে উদ্ধার করে এনেছে ক্যানিং থানার পুলিশ। তবে মহিলার দাবি, তাঁকে কেউ বিক্রি করেননি। পারিবারিক অশান্তির জেরে ভুল বোঝাবুঝির জন্য এমন ঘটনা ঘটেছে। আনারি বলেন, “বউমার সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছিল, তাই আমাকে ফেলে রেখে চলেছে এসেছে ওরা। আমি কান্নাকাটি করে প্রথমে একটু ভুল বলে দিয়েছিলাম। ” শ্রীনগরেই তিনি একটি ছোট কাজ দেখে, সেখানে থেকে গিয়েছিলেন। ওই মহিলাকে জিঞ্জাসাবাদ শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Next Article